STEEMIT এ সঠিক ভাবে উপার্জন করার নিয়ম ও বিড বোটের বিস্তারিত সম্পর্কে আলোচনা

in #bitbot7 years ago

হ্যালো বাংলাদেশি স্টেমিয়ান্সরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ।আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে কীভাবে STEEMITএ ভালো ইনকাম করা যায়। প্রতিদিন হাজার হাজার নতুন ইউজার STEEMIT এ জয়েন করছে , তাদের মধ্যে অনেক বাংলাদেশি ইউজাররা রয়েছেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আনুমানিক ১০-২০% বাংলাদেশী ইউজাররা সঠিকভাবে এই প্লাটফর্মটি ব্যাবহার করছেন, বাকিরা করছেন না। অনেকে ভালো ব্লগিং করতে পারেন কিন্তু অলসতার কারনে করেন না। তাই অলসতা কাটিয়ে দৈনিক ১০/২০টা করে আনকোয়ালিফাইড পোস্ট না দিয়ে একটি কোয়ালিফাইড পোস্ট দেওয়া উত্তম।
আপনার একটি কোয়ালিফাইড পোষ্ট আপনার ঐ ১০/২০টা আনকোয়ালিফাইড পোস্টের তুলনায় বেশি লাভ দিবে। আমরা অনেকেই জানি পোস্টকে প্রমোট করার জন্য অনেক বোট বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। STEEMIT এ দুই ধরনের বোট এই সার্ভিস দিয়ে থাকে , তারা হচ্ছেঃ বিড বোট সার্ভিস ও পোস্ট প্রমোশন সার্ভিস ।

STEEMIT এ সঠিক ভাবে উপার্জন করার নিয়ম ও বিড বোটের বিস্তারিত সম্পর্কে আলোচনা
zaku (61) in bidbot • 3 days ago
হ্যালো বাংলাদেশি স্টেমিয়ান্সরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে কীভাবে STEEMITএ ভালো ইনকাম করা যায়। প্রতিদিন হাজার হাজার নতুন ইউজার STEEMIT এ জয়েন করছে , তাদের মধ্যে অনেক বাংলাদেশি ইউজাররা রয়েছেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আনুমানিক ১০-২০% বাংলাদেশী ইউজাররা সঠিকভাবে এই প্লাটফর্মটি ব্যাবহার করছেন, বাকিরা করছেন না। অনেকে ভালো ব্লগিং করতে পারেন কিন্তু অলসতার কারনে করেন না। তাই অলসতা কাটিয়ে দৈনিক ১০/২০টা করে আনকোয়ালিফাইড পোস্ট না দিয়ে একটি কোয়ালিফাইড পোস্ট দেওয়া উত্তম।
আপনার একটি কোয়ালিফাইড পোষ্ট আপনার ঐ ১০/২০টা আনকোয়ালিফাইড পোস্টের তুলনায় বেশি লাভ দিবে। আমরা অনেকেই জানি পোস্টকে প্রমোট করার জন্য অনেক বোট বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। STEEMIT এ দুই ধরনের বোট এই সার্ভিস দিয়ে থাকে , তারা হচ্ছেঃ বিড বোট সার্ভিস ও পোস্ট প্রমোশন সার্ভিস ।
AA.png
বিড বোট সার্ভিসঃ
এসকল বোট বিডিং সিস্টেমে ভোট দিয়ে থাকে । প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু হয় । আপনি এ সকল বিড বোট সম্পর্কে আরো জানতে পারবেন steembottracker.com এই সাইটে গিয়ে । এই সাইটে আপনি কমপক্ষে ২০/৩০টা বিড বোট দেখতে পাবেন। সকল বিড বোটের মধ্যে অন্যতম বোট সার্ভিস গুলো হচ্ছে @booster @buildawhale @postpromoter @appreciator @rocky1 @upme @smartsteem @therising .
বিড বোটের ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতিঃ
আগেই বলেছি বিড বোট প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু করে। এই সময়ের মধ্যে যত বিড আসবে সব বিড রিকোয়েস্ট বোট তার ১০০% এর সমপরিমাণ ভোট ডিস্ট্রিবিউশন করবে। ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতি নিচে উদাহরনস্বরূপ বুঝানো হলঃ
ধরি 'ক' ও 'খ' দুটি ইউজার । 'ক' বিড দিয়েছে ৬০ SBD এবং 'খ' বিড দিয়েছে ৪০ SBD । বিড বোটের বিড উইন্ডোর সময় শেষ হলে । 'ক' পাবে ৬৬% এর ভোট এবং 'খ' পাবে ৩৩% এর ভোট । বিড বোট ব্যবহার করার সময় সচেতন থাকতে হবে। যদি বিড বোটের Max Suggested Bid এর চাইতে বেশি বিড হয় তাহলে লাভের পরিমান কম হবে। বিড বোট সর্বোচ্চ ১০% লাভ (After Curation - Capped) দিয়ে থাকে।তাই বিড বোট ব্যবহার করার সময় এসব দিকে খেয়াল রাখবেন।
আমার রিকমেন্ডেড বিড বোট সার্ভিসগুলোঃ
এসকল বিড বোট গুলোর মধ্যে আমি @booster @buildawhale @postpromoter এই তিনটি বোট বেশি ব্যবহার করি। তার কারন গুলো হচ্ছেঃ

@booster : এই বোটটি @fyrstikken@inerta এর দ্বারা পরিচালিত । আমার জানামতে এটিই STEEMIT এর সর্বপ্রথম বিড বোট । বোটটি ভালো সার্ভিস দেয় । বোটটি বিভিন্ন রিয়েলিটি শো স্পন্সার করে থাকে যেমনঃ @jonny-clearwater এর Hots Or Shots সাপ্তাহিক রিয়েলিটি শো। রিয়েলিটি শোটি দেখতে আপনি @jonny-clearwater এর ব্লগে যেতে পারেন । আপনিও যদি চান একটি রিয়েলিটি শো শুরু করতে তাহলে আপনি @booster কমিউনিটি ইউজারদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে তাদের এই steemspeak.com ডিস্করড চ্যানেলে চলে যান ।

@buildawhale : বোটটি পরিচালনা করেন @themarkymark । তিনি STEEMIT এ Abuse fighter নামে পরিচিত। তিনি STEEMIT এর যে সকল ইউজাররা ভুল পন্থা অবলম্বন করে তাদেরকে প্রতিরোধে কমিউনিটি সাহায্য করে থাকেন। @buildawhale দৈনিক Buildawhale Curation Digest নামক একটি কম্পিটিশন স্পন্সার করে থাকে। যেখানে @buildawhale এর থেকে ভোট নেওয়া পোষ্টগুলা যাচাই বাছাইয়ের পর নির্বাচিত করা হয়। তাছাড়া @buildawhale দৈনিক blacklist update দিয়ে থাকে, যেখানে আনকোয়ালিফাইড ও স্পামার ইউজারদেরকে ব্যান করা হয়। তাদের ডিস্করড চ্যানেলের লিঙ্ক এটা Buildwhale Discord ।

@postpromoter : @postpromoter সকল বিড বোটের মধ্যে সবচেয়ে বেশি STEEM POWER এর অধিকারি। বোটটি পরিচালনা করেন @yabapmatt@postpromoter এর পাশাপাশি তিনি steembottracker.com ও পরিচালনা করেন। @postpromoter ও Spam (Frequency, Quality),Plagiarism,Fraud or Scam এর বিরুদ্ধে পদক্ষেপ অনুযায়ি @buildawhale এর Blacklist ব্যবহার করেন। তার মানে আপনি যদি @buildawhale এর ব্লাকলিস্টে থাকেন তাহলে আপনি @postpromoter এর ও ব্লাকলিস্টে আছেন।

DQmZJ3CEfmuJyDbDa8QjEfxVirU2sywpkUYuScp4Q6wcken.png

আজ এই পর্যন্ত কাল আমি কথা বলবো পোস্ট প্রমোশন বোট সার্ভিস নিয়ে। আশা করি আমি আমার সব পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন অথবা আমার সাথে ডিস্করডে যোগাযোগ করতে পারেন। আমার ডিস্করড লিঙ্ক হচ্ছে DISCORD.

   @shuvo

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95759.82
ETH 3324.32
USDT 1.00
SBD 3.17