বর্ষার রিমঝিম

in #bishti3 years ago

রিমঝিম রিমঝিম বৃষ্টি
সারাদিন অবিরাম ঝরে যায়
মনটায় ভাবাবেগ সৃষ্টি
কি কথা গোপনে বলে যায়।

টুপটাপ চুপচাপ ঝরে জল
রই চারপাশ দেয়ালে বন্দি
জলেরা একাধারে কল কল
বয়ে যায়, যেন এক সন্ধি।

চারপাশ সবুজের ঘনঘটা
পাতাগুলো থরথর কাঁপছে
বারিধারা পরছে ফোটা ফোটা
সূর তুলে সকলেই নাঁচছে।

শ্রাবণের অবিরাম ছন্দে
জানালার শিক ধরে অপলক
মন ভাসে অনাবিল আনন্দে
খুজে পাই স্বর্গীয় ঝলক।

FB_IMG_1654401384764.jpg

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93019.70
ETH 1786.72
USDT 1.00
SBD 0.85