পৃথিবীর সবথেকে সুন্দর ৫টি পাখি অবাক হবেন পাখি গুলো দেখলে। Top 5 most beautiful birds in the world

in #birds4 years ago

আমদের এই বিশ্বে প্রায় ১০ হাজার এরও বেশী পাখির প্রজাতি আছে। আর এই সকল পাখির নিজস্ব কিছু অসাধারন বৈশিষ্ট আছে। যা তাদের অনন্য করে তুলেছে। Top 5 most beautiful birds.

Blue Jay

আমাদের তালিকার প্রথম পাখিটি পৃথিবীর অন্যতম সুন্দর ও বুদ্ধিমান পাখি। এই পাখি গুলো কে উত্তর,পূর্ব এবং মধ্য আমেরিকার বন গুলোতে দেখা যায়। এই পাখি গুলোর গায়ে রয়েছে নীল ও সাদা রংয়ের পাখনা। এই পাখি গুলোকে গায়ক পাখি বা Singer Bird বলা হয়ে থাকে। কারন অন্য যে কোন পাখির সাউন্ড বা শোরগল নকল করতে পারে। আকর্ষনীয় চেহারা ছাড়াও এই পাখি গুলো বুদ্ধিমত্বার জন্য বেশ বিখ্যাত। তারা অন্য পাখির পাখির ডিম ও বাসা চুরি করার ব্যপারে বেশ পটু। এই পাখি অন্য পাখিদের বোকা বানানোর জন্য তারা ইগল দের শব্দ নকল করে। এখানেই শেষ নয়, এই Blue Jay Bird - মানুষ সহ যে কোন পোষা প্রানীর কন্ঠস্বর অনুকরন করতে পারে ।

Atlantic Puffin -

এই পাখি গুলা যথেষ্ঠ ছোট এবং ভাল অভিযাত সমুদ্র সৈকত বিশিষ্ট পাখি। এদের কে উত্তর আমেরিকার উপকুল এবং পুর্ব কানাডা জুড়ে পাওয়া যায়। Atlantic Puffin গুলো তাদের বিশাল কমলা রংয়ের ঠোট এবং পেঙ্গুইন এর মত ঠোঁট এর কারনে সমুদ্রের কিও নামে বিশ পরিচিত। এই পাখি গুলা সমুদ্রের অভ্যন্তরে তাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে। এরা উপরে বা জ্বলের নিচে সাঁতার কাঁটার সময় ডানা ভাঁজ করে রাখে। এই পাখি গুলার সমদ্রের পানিতে ড্রাইভিং করার বিশেষ ক্ষমতা আছে। এই পাখি গুলো ঘন্টায় ৬০ কি.মি গতিতে উড়তে পারে।

Toucan-

আমাদের তালিকার তৃতীয় পাখিটি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ঠোঁটের পাখি। এই পাখি গুলোর হরেক রকমের ঠোঁট দেখতে পাওয়া যায়। আর এদের ঠোটের ধৈর্ঘ্য ২০ সে.মি পর্যন্ত হয়ে থাকে। এদের রঙিন ঠোঁটের কারনে রংধনু রঙ্গা টাউকানও বলা হয়ে থাকে। এদের পালকের রং হলুদ, সবুজ লাল রংয়ের মিশ্রনে তৈরি হয়েছে। বাহারী চেহারা থাকা সত্বেও এদের ঠোঁট হয় ফাপা ও হালকা। যা ক্যারোটিন নামক প্রোটিন দ্বারা গঠিত।
এদের ঠোঁট গুলো শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য ঢাল হিসাবে ব্যবহার করে। এছাড়া মেয়ে পাখিদের কে আকর্ষিত করে তাদের এই বিশেষ ঠোট দিয়ে।

Flamango -

এই পাখি গুলো বিশ্বের অন্যতম স্বীকৃত হাঁটা পাখির মধ্যে একটি। অসাধারন লাল বেগুনী পাখনার কারনে এই পাখি গুলো বিশেষ
পাখির রাজত্বে জায়গা করে নিয়েছে। সারা পৃথিবীতে ৬টি ভিন্ন জাতের Flamango রয়েছে। যাদের কে এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রত্যকটি মহাদেশে দেখতে পাওয়া যায়। একটি পূর্ন বয়স্ক Flamango এর দৈর্ঘ্য ৪-৫ ফুট এবং ওজন ৩.৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের কাধেঁর অংশটি রাজা হাঁস এব পায়ের অংশটি বকের দেখা যায়। এদের অন্যতম খাবার হল লার্ভা এবং প্লাংকটন জাতীয় খাবার।

Golden Pheasant

এই পাখিগুলা তাদের উজ্বল রঙিন পাখনার জন্য বেশ বিখ্যাত। এই পাখি গুলার উজ্বল হলুদ রঙিন গোলাপী রঙের ঝুটি আছে। এদের গায়ের রং লাল ,কমলা, হলুদ সোনালী, নীল-কালো সহ বিভিন্ন রঙের হয়ে থাকে।এদের অন্যতম আকর্ষনীয় জিনিষ হল চকচকে ধূসর রংয়ের পালক। পুরুষ পাখি গুলো স্ত্রী পাখির চেয়ে বেশী রঙিন হয়। আর এই পাখির বুক বেশ আকর্ষনীয় এ চমৎকার।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94038.90
ETH 3239.16
USDT 1.00
SBD 7.19