শান্তির প্রতীক কবুতর

in #bird7 years ago (edited)

কবুতর পরিচিত গৃহপালিত পাখি।দেখতে বেশ চমৎকার।বিভিন্ন রঙের ও ঢঙের, সাদা, কালো, সিলভার, হলুদ, খয়েরি ও নীল বর্ণের। কবুতর মানুষের রাগ-অনুরাগ বোঝে। শত্রু-মিত্র চেনে। একবার যাকে দেখে তাকে আর ভোলে না। কবুতরের ডিগবাজি, ভেল্কিবাজি ও ওড়াউড়ি মানুষকে বিমোহিত করে। পায়রার রমণপ্রয়াসী বকম বকম অব্যক্ত ও মধুর ধ্বনি যে কাউকে আকৃষ্ট করে।

আমার যে খু-উ-ব ভালো লাগে তোদের এই বাকবাকুম শব্দে
গলা ফুলিয়ে দুলে দুলে চলতে আর অহিংস দেখতে

Sort:  

কবুতর পালা একটা নেশার মতো।

কবুতর এক সময় চিঠি আদান প্রদানের মাধ্যম ছিল। আমারও অনেক ভালো লাগে কবুতর।

এই ঘটনায় যে কবুতরটি ধরা পড়েছে তাকে গ্রেফতার.. হা হা হা

চমৎকার বলেছেন হা হা হা

হু , যাকে শান্তির পায়রা বলে থাকে

kobutor pochondo kore na emon manush nei.. amrao lalon palon kori kisu kobutor.. khub valo lage.

hmm..khob pochonder pakhi kobutor

খুবই চমৎকার।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 85583.87
ETH 1979.18
USDT 1.00
SBD 0.73