পাগলের ছেলে আজ এইচ এস সি পরীক্ষার্থী
যে ছেলে সব সাবজেটে ফেল করতো। যার বাবা-মা দুই জনই প্রতিবন্ধী। যে ছেলে রান্না করে না দিলে তার মা না খেয়ে থাকত। কোন কোন দিন শুধু মাত্র লবন দিয়ে ভাত খেতে হত। টাকার অভাবে যার পড়ালেখা বাদ হয়ে গিয়েছিল। যখন তার পাশে দাড়ানোর কেউ ছিল না।তখন তার পাশে দাড়িয়ে ছিল #রবিউলট্র্যাস্ট।তার পড়াশোনা থেকে শুরু করে পোশাক, খাবার, স্কুলের ভর্তি-বেতন, সাইকেল,প্রাইভেট সহ সকল #খরচ বহন করতো #রবিউলট্র্যাস্ট। তার নাম #সিহাব। আজ সে ছেলে সপ্তমশ্রেণীতে বিশেষ বিবেচনায় পাস করে ৮ম শ্রেণীতে উটেছে। তার পর তার পাগল মা মারা যায়, কিছুদিন তার মন খুব খারাপ থাকে । এর মধ্য ৯ম শ্রেণি থেকে ১০ ম শ্রেণিতে উঠে এবং SSC পরীক্ষায় ৩.৮১ পেয়ে পাস করে। প্রতি মধ্য রবিউল ট্র্যাস্ট এর খরচ দেওয়া বন্ধ হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত খরচ দিয়ে ৯ম,১০ম শ্রেনির পর কলেজে ভর্তি করে দিয়েছি। পাশাপাশি একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন পরে সে HSC পরীক্ষা দিবে। সবাই তার জন্য দোয়া করবেন।
ও একটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম ওর যখন SSC Result দিয়েছিল তখন সবার আগে আমাকে ফোন দিয়ে জানিয়েছিল এবং কেদেছিল।
অসাধারণ