Let's know about Some famous educationalist of Bangladesh #5
নীলিমা ইব্রাহিম
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের এই অধ্যাপক বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী- উন্নয়নসংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলা একাডেমির মহাপরিচালকও ছিলেন৷ আমৃত্যু মানুষের শুভ ও কল্যাণী চেতনায় আস্থাবান; মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধই ছিল তাঁর জীবনদর্শন৷ তিনি বাংলাদেশর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরষ্কার, বাংলা একাডেমি পুরষ্কার, একুশে পদকসহ বহু সন্মাননায় ভূষিত হয়েছেন৷ ২০০২ সালের ১৮ জুন তাঁর মৃত্যু হয়।
Source
As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!