গৌরী প্রসন্ন মজুমদার

in #bio-proshonno7 years ago

গীতিকার ও সঙ্গীতশিল্পী গৌরী প্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। শৈশবে কলকাতা চলে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার পাবনায় ফিরে আসেন এবং সরকারি এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে লেখাপড়া করেন। ১৯৫১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. পাশ করেন। পরে আবার বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এই শিল্পীর অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে বাজানো হয় তাঁর বিখ্যাত গান ‘শোন একটি মজিবরের কণ্ঠে লক্ষ মজিবরের ধ্বনি প্রতিধ্বনি/আকাশে বাতাসে ওঠে ধ্বনি; বাংলাদেশ আমার বাংলাদেশ’। ১৯৮৬ সালের ২০ আগস্ট এই প্রতিভাবান গীতিকার মৃত্যুবরণ করেন।

Source : Click Here

Sort:  

“ সংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়রে সম্মিলন হলেই মণি কাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারে মিলনের জন্যইতো সন্ধ্যেবেলাটার সৃষ্টি হয়েছে।যোগীদরে জন্য সকালবেলা রোগীেদের জন্য রাত্রি কাজের লোকদের জন্য দশটা-চারটে। ”

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98071.85
ETH 3461.24
USDT 1.00
SBD 3.21