Triple Sundae Milkshake 💜
পজিটিভ রিভিউ:
কেরানীগঞ্জের রুহিতপুরে এমন জিনিস পাওয়া যাবে ভাবতে পারিনি। কয়েক বন্ধুর সাথে দুপুরে গিয়েছিলাম বন্ধুর Ali's Cafe তে। কেরানীগঞ্জে এমন ওয়েল ডেকরেটেড ক্যাফে এর আগে দেখি নি। এই ক্যাফের বার্গার জনপ্রিয় হলেও ভাবলাম অন্য কিছু ট্রাই করি।
আইটেম: Triple Sundae Milkshake
দাম: ২২৫ টাকা
টেস্ট: ১০/১০ ( এমন জোস কম্বো এর আগে কখনো খাইনি)
সার্ভিস: ৮/১০ ( ভীড় থাকায় বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল)
পরের বার অন্য আইটেমগুলো ট্রাই করার ইচ্ছা আছে!
*এডিট-
লোকেশন: ইস্পাহানী কলেজ মার্কেট, রামেরকান্দা, কেরানীগঞ্জ। মোহাম্মদপুর তিন রাস্তা থেকে ৪০ টাকা সিএনজি ভাড়া।