শুভ নববর্ষ ১৪৩০|
প্রথমেই জানাই শুভ নববর্ষ ১৪৩০|সবাই আজকের দিনটা খুব খুব মজা করো|
ছোট থেকেই একটা কথিত আছে বছরের প্রথম দিনটা ভাল কাটলে সারা বছর নাকি ভালো কাটবে, জানিনা এই কথাটি কতটা সত্য| কিন্তু তবুও আজকের দিনটা খারাপ কাটলে মনটা কেমন কেমন করে|
আশা করি আজ তোমাদের সকলেই বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে|
সবাই নতুন নতুন জামা কিনেছো| আর বিকাল বেলায় দোকানে দোকানে হালখাতা করতে যাবে|
ছোটবেলায় মায়ের সাথে দোকানে দোকানে হালখাতা করতে যেতাম আর বাড়ি ফিরে কতক্ষণে না মিষ্টির প্যাকেট গুলো খুলে মিষ্টি গুলোর মধ্যে ভালো মিষ্টিটা খাব এই চিন্তায় সারা রাস্তা করতে থাকতাম।
তারপর বাড়ি এসে মা বাবা আর আমি মিষ্টি গুলো খেতাম আর গল্প করতাম|
সেই সব দিন আজ অতীত| বড় হতে হতে সেই মজা আজ বিন্দুতে গিয়ে থেকেছে|
এখন যখন ছোট ছোট বাচ্চাদের দেখি তাদের মায়েদের সাথে নতুন নতুন জামা পড়ে দোকানে গিয়ে হালখাতা করছে তখন নিজের সেই ছোটবেলার কথা মনে যায়।
আগে পহেলা বৈশাখ মানে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা|
আর ঘুম থেকে উঠেই মাকে বলা লুচি টা হল|
মা বলতো এই তো ভাজবো সব হয়ে গেছে|
সেই শুনেই আনন্দে তাড়াতাড়ি করে যেমন তেমনভাবে ফ্রেশ হয়ে খেতে বসে পড়তাম লুচি বলে কথা ....ঠান্ডা হলে তো আর ভালো লাগবে না|
কিন্তু এখন আর সেই মজাটা নেই, কারণ এখন তো নিজেকে করে খেতে হয় ,তাই সেই আগের মতন আর আনন্দটা অনুভব করতে পারি না|
তাই একেক সময় মনে হয় যদি আলাদিনের যিনি তাকে পেতাম তবে বলতাম আমাকে ছোটবেলায় ফিরিয়ে দাও|
এখন তো আগের মতন আর কাউকে ফোন করে উইশ করার মতন কিছু নেই। সবাইকে whatsapp-এ মেসেজে পাঠিয়ে দিলি নববর্ষ জানানো হয়ে যায়|
যুগ পরিবর্তনের সাথে সাথে আমরাও অনেক পরিবর্তন হয়ে গেছি|
আশা করি তোমরা সকলেই এই দিনটা খুব মজা করবে এবং তোমরা কি কি করলে তা অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে দিও|