Dube Dube Bhalobashi Lyrics (ডুবে ডুবে) । Tanjib SarowarsteemCreated with Sketch.

in #bengali5 years ago

Song -: Dube Dube
Lyric -: Tanjib Sarowar
Singer -: Tanjib Sarowar
Music -: Sajid Sarkar
Label -: Dhruba Music Station
maxresdefault (35).jpg দেব চুলে রেখে হাত

Dube Dube Bhalobashi Lyrics In Bengali

তুমি না ডাকলে আসবো না
কাছে না আসে ভালোবাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
না কি চলে যাওয়ার বাহানা বানাই

দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি

ইটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গুড়ে দেবে ইচ্ছে হলে
আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে দেব চুলে রেখে হাত

দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশা
শেষ ছবিটা দেখি বারে বারে আর দেখি

আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে!
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি (x2)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67