Bayna lyrics Bengali (বায়না) Imran | Bristy 2020

in #bengali5 years ago

কেমন করে ভালো থাকি
না থাকলে তুমি,
কত কথা আজও বাকি
বলবো যে আমি।
maxresdefault (36).jpg
তুমি ছাড়া মন পুড়ে যায়
এই রাত বড়ো অসহায়,
জেনে শুনে তবুও মন
তোমাকেই শুধু চায়।

ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।

আগুনে পুড়ে পুড়ে জেনেছি
প্রেমেরই আসল মানে,
তবুও যেন পড়ে রয়েছি
তোমারই ভিষণ টানে।

যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে।

ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।

ভালোবেসে উজাড় হয়েছি
তবুও সাড়া কোনো মেলেনি,
পাহাড়-সম ব্যথা সয়েছি
আশা তবু আজও ছাড়িনি।

যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে।

ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67