Kolkata Durga Puja 2021

in #bengali3 years ago

দূর্গা পূজা হলো বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতি বছরই ইংরেজী অক্টোবর মাসে এই দূর্গা পূজা উদযাপন করা হয়।

এই দূর্গা পূজার সাথে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছরই প্রচুর টাকা খরচ করে পূজার মন্ডপ সাজানো হয়।

পশ্চিমবঙ্গের কোলকাতায় ভরে ওঠে আলোর রোশনায় এবং আয়োজন করা হয় বিভিন্ন মডেলের থিম।

২০২১ দূর্গা পূজা আর মাত্র কয়েকটি দিন বাকি, কোলকাতা নামি দামি ক্লাবগুলো বিভিন্ন থিমের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে।

উৎসঃ kolkata durga puja theme 2021

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86208.70
ETH 2271.08
USDT 1.00
SBD 0.65