কোরবানির পশুর হাট বসবে ২০টি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীর ২০টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ১৩টি হাট এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি। ইতিমধ্যে হাটগুলোর দরপত্র আহ্বান করেছে সংস্থা দুটি।
প্রতিবারের মতো এবারও অস্থায়ী পশুর হাটগুলোর ইজারা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সুষ্ঠুভাবে দরপত্র চূড়ান্ত করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ঠিকাদারেরা।
This post has received a 24.67 % upvote from @booster thanks to: @mrsorno0313, @mrsorno0313.