রমজান মাস ও সাওম পালনের গুরুত্ব

in #bengali6 years ago (edited)

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা।
ramadan-2366301_1280.png

Image source

রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা । মাস আরবী বার মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। রমজান মাস ইবাদতের মাস। এই মাস বিশেষত সাওম পালনের মাস। সাওম পালনের গুরুত্ব অপরিসীম। নিচে সাওম পালনের ও রমজান মাসের গুরুত্ব বর্ণনা করা হলো:-

ইসলামিক দিক দিয়ে গুরুত্ব

রমজান মাসের ফজিলত অনেক।আরবী বার মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস।এই মাস ইবাদতের মাস।এই মাসে ১ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে ৭০ ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়।এই মাসে ১ ওয়াক্ত নফল নামাজ আদায় করলে ১ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়।এই মাসে কাউকে কিছু দান করলে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়।এই মাস সাওম পালনের মাস।সাওম পালনকারীকে তার প্রতিদান আল্লাহ তায়ালা নিজ হাতে দিবেন।এই মাসে আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করেন।এই মাস রহমতের মাস।এই মাসের শেষ ১০ দিনের বিজোর রাতগুলো লাইলাতুল কদরের রাত।এই রাতগুলোতে ইবাদত করে আল্লাহ তায়ালার কাছে কিছু চাইলে তিনি পূরণ করেন।এই রাতগুলোর যেকোনো একদিন লাইলাতুল কদর নাযিল হয়।এই রাতে ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।

শারীরিক দিক দিয়ে গুরুত্ব

রমজান মাসে সাওম পালন করা হয়।সাওম পালনের শারীরিক গুরুত্ব অনেক।সাওম পালন করলে এসিডিটির মাত্রা কমে যায়।সেহরি খাওয়ার ৪-৫ ঘণ্টার মধ্যে পাকস্থলী পরিষ্কার হয়ে যায়।তখন শরীরের খাদ্যগুলো পাকস্থলীতে জমে থাকা ময়লা, দূষিত খাদ্য গ্রহণ করে।এই ময়লা এবং দূষিত খাদ্য থেকে শরীরে ডায়াবেটিস ও ক্যান্সারসহ বিভিন্ন রোগ হতে পারে।সাওম পালনের মাধ্যমে আমরা এই রোগ গুলো থেকে রক্ষা পেতে পারি।এই নিয়ে গবেষণা করে জাপানি ডাক্তার প্রফেসর ওশিনরি ওসুমি ২০১৬ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।সাওম পালনের মাধ্যমে আমাদের উচ্চ রক্তচাপ কমে যায় এবং কোলেস্টেরলের মাত্রা কমে যায়।সাওম পালনের কারণে আমাদের শরীরের অনেক অপূর্ণ কোষ পরিপুর্ন হয়।রুগ্ন কোষগুলো সবল হয়ে ওঠে।এতে আমাদের শরীরেক এনার্জি ও কন্সেনট্রেশনের মাত্রা বেড়ে যায়।কিডনি, লিভার, ফুসফুস, স্কিনের টক্সিন পরিষ্কার হয়।সাওম পালন করলে হার্ট এটাকের ঝুঁকি কমে আসে।সাওম পালন করলে আমাদের DNA মেরামত হয়।

সাওমের যেহেতু ইবাদতের দিক ছাড়াও শারীরিক দিক দিয়েও অনেক উপকারিতা রয়েছে তাই আমাদেক সাওম পালন করা উচিত।পাশাপাশি আমাদের অন্যান্য ইবাদতগুলোও করতে হবে।এতে একদিকে আমরা সওয়াব পাব, অন্যদিকে অনেক শারীরিক সমস্যা থেকে রক্ষা পাব।

সবাই নিচের দুইটা Discord Server এ Join করতে ভুলবেন না:-


images.jpeg
https://discord.gg/4rEVkXR
BD Community একটা খুবই helpful discord server. স্টিমিটে শুরু থেকেই আমি এই কমিউনিটি থেকে অনেক সাপোর্ট পেয়েছি।আপনাদের কোনো সাহায্য দরকার হলে এখানে join করতে পারেন।

images (1).jpeg
https://discord.gg/WhdwvDD
SteemitBD একটা খুবই helpful discord server. স্টিমিটে শুরু থেকেই আমি এই কমিউনিটি থেকেও অনেক সাপোর্ট পেয়েছি।আপনাদের কোনো সাহায্য দরকার হলে এখানে join করতে পারেন।


Sort:  

ভালো লিখেছেন ভাইয়া,কন্টিনিউ লিখবেন প্রতিদিন আশা করি।

Posted using Partiko Android

Thank you @rana2423 . I will try to writing good content.

Congratulations🎉, You received a upvote👍 from CryptoBloggers
CryptoBloggers is the junction of cryptoblogging platforms. We created tools for each platform that help users to a better experience with the blogging platform. This bot is part of our tools. you can use our bot by joining our server and send this command $upvote YOUR-POST-LINK and you will receive upvote on your post.
👉 Delegate to Our Bot 👈
1 SP5 SP10 SP50 SP100 SPCustom SP
Join our Discord Server 👉

Congratulations @mr-science! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 70 posts. Your next target is to reach 80 posts.

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Hi @mr-science, your post has been upvoted by @bdcommunity and the trail!

If you want to support us, please consider following our curation trail, setting us as your witness proxy, or delegating STEEM POWER to us.

20 SP50 SP100 SP200 SP300 SP500 SP1000 SP

JOIN US ON

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32