যাকে তাকে বিশ্বাস করবেন না, হইত আপনার এই বিশ্বাসের কারনে আপনি ক্ষতি গ্রস্ত হতে পারেন
বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারে না । আজ বিশ্বাস নিয়া কিছু আলোচনা করবো
মানুষ এমন এক প্রানি । একে অপরের বিশ্বাসের অনেকে বেঁছে আছে । আবার একজনের বিশ্বাস যদি আপনি হারাই ফেলেন তাহলে সেই বিশ্বাস আপনি কখনও ফিরে পাবেন না। মানুষের বিশ্বাস কাছের গ্লাসের মত । মাটিতে পড়ে ভেঙ্ঘে গেলে আর জোরা লাগানো যাই না। আবার আপনি যদি বিশ্বাস স্তাপন করে থাকেন তাহলে সে আপনার জন্য নিজের জীবন ও দিতে রাজি থাকে।
তবে এই বিশ্বাস নিয়া মানুষ মানুষের ভিতরে আজ ভেদা ভেদ ।কারন বিশ্বাস নিয়া আজ ছিনি মিনি খেলা করে মানুষ। আপনি যদি কেউকে বিশ্বাস করে কিছু দেন আর আপনার এই বিশ্বাসের সুযোগ নিয়া মানুষ আপনাকে অনেক ক্ষতি করে দিতে পারে।
আপনি কেউকে বিশ্বাস করবেন যাচাই বাচাই করে বিশ্বাস করবেন। আর যদি যাচাই বাচাই না করে বিশ্বাস করেন তাহলে আপনি পদে পদে ক্ষতি গ্রস্ত হতে পারেন। আর আপনি মানুষকে এই সুযোগ দিবেন না। বিশ্বাস করবেন বিশ্বাস করার মত লোকের।
হটাত ২ দিন মানুষের সাথে ভাল ভাবে কথা বললে ভাল মানুষ হইয়া যাই না। হইত আপনার সরলতার সুযোগ খুজতেছে । আর এই সুযোগ এর জন্য আপনার সাথে নাটক ও করতে পারে। আপনি যখন সুযোগ দিবেন ঠিক তখনি আপনার ক্ষতি গ্রস্ত করে ফেলতে পারে । বিশেষ করে মানুষের থেকে টাকা পয়সা লেন দেন নিয়া বিশ্বাস কম করবেন । কারন মানুষের মূল শত্রু এই টাকা । ভাই ভাইকে চেনে না । সুতরাং এঁর থেকে দূরে থাকাই ভাল । আপনি জিবনে সাবধানে চলাফেরা করুন । একটা জিনিস মাথাই রাখবেন সেটা হল, সাবধানের মাইর নাই , এই জন্য জিবনের পদে পদে সাবধানতা অবলম্বন করবেন ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
Hmm.Khub valo content.Ajke anek kichu sikhlam friend.Life ke aro sundor korar tips gulo share korte thako.Thanks for sharing.
It is difficult to believe in someone in this era. Whoever believes in whom he trusts, he will deceive and break the faith. Actually, we do mistake ourselves. Unknowingly, we believe that people are wrong people and that is why we have to suffer. And in this age it is very important to recognize the right person, even for his own safety!
thanks @chuadanga
thank you so much for your good comment
This post has received a 24.57 % upvote from @booster thanks to: @chuadanga.
@chuadanga Dear, Good information for us, carry on brother. i hope you write post more for help us. thanks