ওগ সুন্দর প্রকৃতি

in #beautiful2 years ago (edited)

nature.jpg

ওগ সুন্দর প্রকৃতি
তুমি এত সুন্দুর কেন,
যেন আকাশের ঝলমলে তারা
সদ্য ফোটা গোলাপ যেন।

তুমি মাসের দিন গোন
তুমি রাঙ্গাও সূর্যকে
চাঁদ ওঠে চাঁদনি রাতে
তোমারি গানের ছন্দতে।

nature 1.jpg

গাছ ফুল দেয় ফল ও দেয়
দেয় আমাদের সোয়াস্তি,
আমি প্রকৃতির মুগ্ধ বায়ুকে
করি সবচেয় বেশী ভক্তি।

ওগ সুন্দর প্রকৃতি
তুমি এত মনরম কেন,
যেন আকাশের ঝলমলে তারা
সদ্য ফোটা গোলাপ যেন।

nature 2.jpg

হরিণ পাখী নিরীহ
বাঘ সিংহ হিংস্র
এই সবকিছু প্রকৃতির দেওয়া দান
করতে পারনা নষ্ট ।

ওগ সুন্দর প্রকৃতি
তুমি এত সুন্দুর কেন,
যেন আকাশের ঝলমলে তারা
সদ্য ফোটা গোলাপ যেন।
ওগ সুন্দর প্রকৃতি...
ওগ সুন্দর প্রকৃতি...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 82134.59
ETH 1557.43
USDT 1.00
SBD 0.76