বাঁদর ও শেয়াল
বাঁদর ও শেয়াল
একদিন জন্তুরা সকলে মিলে বাঁদরকে তাদের নেতা নির্বাচন করল।
শেয়াল বাঁদরের কাছে এসে বলল, “তুমি এখন আমাদের প্রধান, আমি তোমার সেবা করতে চাই। এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি, চল আমি তোমাকে দেখাব।”
বাঁদর খুব খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল। শেয়াল বাঁদরকে এক ফাঁদের কাছে এনে বলল, “এই সেই জায়গা। তুলে নাও সব, তোমার আগে আমি কিছু নিতে চাই না।”
বাঁদর যেই না ঐ ফাঁদে তার থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল। তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাঁদরকে দেখিয়ে বলল, “দেখো তোমরা, এমন নেতা নির্বাচন করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই তার বুদ্ধি।”
মূল গল্প: লেভ তলস্তয়
293
Shares
Print Friendly and PDF
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
দেশলাই বিক্রেতা ছোট্ট মেয়েটি
বাঘ ও হরিণের বন্ধুত্ব
শিশুদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের বর্ষবরণ
খেলার নাম ‘দড়ি টানাটানি’
নাচতে থাকা লাল জুতো
শিয়াল যেভাবে মানুষের বন্ধু হলো
আরও »
by Taboola Sponsored Links You May