Bangladesh Police Gallery photo album (3)
আইজি স্যারের গার্ড অফ অনার প্রদানকারী নারী কন্সটেবল দলের দুজন সদস্য, ডিউটি শেষে ব্যারাকে ফিরছিল। পরিবার পরিজন ছেড়ে এই মেয়েগুলো সুদূর বান্দরবানে ব্যারাকে থাকে, অস্ত্রাগার পাহারা দেয়, পুলিশ প্রধান এলে তাকে অস্ত্রসহ সালামী দেয়।
বাম পাশের জনের হাত দেখুন-মেহেদীর রং। মেহেদী রাঙানো এই হাতই অস্ত্র চালায়, এলাকার নিরাপত্তা নিশ্চিত করে।
একটা জাতি কতটা সভ্য হচ্ছে তা বোঝার একটা উপায় হচ্ছে সেদেশের মেয়েদের অবস্থান। শিক্ষিত, রূচিশীল পরিবারের বহু মেয়ে যেখানে শো পিস হিসেবে জঘন্যতম অপমান সহ্য করেও সমাজকে সন্তুষ্ট করতে নিজেরাই রাজী থাকে, গ্রাম থেকে উঠে আসা এই মেয়েরা তখন বেছে নেয় কঠোর পরিশ্রমের পুলিশ জীবন।
বিনম্র শ্রদ্ধা এই সিস্টারস ইন ইউনিফর্মদের প্রতি!
ছবি ও লেখাঃ জনাব তাহসিন মাসরুফ হোসেন মাসফি
অতিরিক্ত পুলিশ সুপার
(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার)
বান্দরবান জেলা পুলিশ।
(আপনার ইউনিফর্মের প্রতি গর্ব এবং সম্মান করার এটাই উপযুক্ত সময়। সংক্ষিপ্ত বিবরণ সহ আমাদের কাছে আপনার সেরা ইউনিফর্ম পরিহিত ফটোগুলি সেন্ড করুন।)
Congratulations @policegallery! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!