বিসিএস ক্যাডার

in #bcs7 years ago

বিসিএস ক্যাডার ছেলে ম্যাজিস্ট্রেট বৌয়ের নির্দেশে মা'কে স্টেশনে ফেলে রেখে গেছে। যাওয়ার সময় সুন্দর হাতের লেখায় একটা চিঠিও রেখে গেছে!
একজন বিসিএস ক্যাডার ছেলে এবং ম্যাজিস্ট্রেট ছেলের বৌ দুনিয়ার এতো জায়গা থাকতে বৃদ্ধাশ্রম বেছে না নিয়ে স্টেশন বেছে নিলো কেন?
তারা তো সমাজে বাস করে, আত্নীয় স্বজন যখন জানতে চাইবে তোমার মা বা শাশুড়ি কই?
তখন চক্ষু লজ্জার ভয়েও তাদের বলতে হবে হয় গ্রামের বাড়িতে আছে কিংবা বৃদ্ধাশ্রমে আছে।
যারা এই গল্পের প্লটটা সাজাইছে গল্পের চরিত্রের সাথে লোকেশন সেন্সটা মারাত্নক অসঙ্গতিপূর্ণ! গল্পের চরিত্রের সোশ্যাল স্ট্যাটাস বিবেচনা করে তাদের উচিত ছিল স্টেশনের জায়গায় বৃদ্ধাশ্রম দিয়ে গল্পটা কে প্রাণবন্ত, বিশ্বাসযোগ্য করে তোলা!
পুরো গল্পটাই মার খেয়ে গেলো দুর্বল উপস্থাপনার জন্য। গতকাল ছিল পহেলা এপ্রিল। সর্বোপরি ম্যাজিস্ট্রেট ছেলের বৌয়ের নির্দেশে মা'কে স্টেশনে রেখে যাওয়ার গল্পটি একটি "এপ্রিলফুল" প্রযোজনা।
আগে -
মাছে ভাতে বাঙালি।
এখন -
গুজবে / এপ্রিল ফুলে বাঙালি।
আগে -
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।
এখন -
বাংলাদেশ একটি গুজবমাতৃক দেশ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.039
BTC 93723.65
ETH 3350.57
USDT 1.00
SBD 3.30