বার্সার সামনে রেকর্ড ছোঁয়ার হাতছানি।।।

in #barcelona7 years ago

লা লিগায় দারুণ এক রেকর্ডের হাতছানিতে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। লেগানেসের বিপক্ষে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবে কাতালান ক্লাবটি।

কাম্প নউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় লেগানেসের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের দল।

চলতি লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত থাকা বার্সেলোনা গত শনিবার সেভিয়ার মাঠে হারতে বসেছিল। লুইস সুয়ারেস ও লিওনেল মেসির দুই গোলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষের দল। এতে লিগে তাদের টানা অপরাজিত থাকার ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৩৭টি।

লা লিগায় সবচেয়ে বেশি ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি রিয়াল সোসিয়েদাদের। ১৯৭৯ ও ১৯৮০ সালের মধ্যে এই নজির গড়েছিল তারা।

লেগানেসের বিপক্ষে না হারলেই এই রেকর্ডে সোসিয়েদাদের পাশে নাম উঠবে বার্সেলোনার। পরের শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ড্র করলে বা জিতলে রেকর্ডটি নিজেদের করে নেবে কাম্প নউয়ের ক্লাবটি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 95660.24
ETH 3316.76
USDT 1.00
SBD 6.80