আল-কোরানের সত্যতা

আমরা একটা ফেসবুক পোষ্ট দিতে গিয়ে কতবার বানান ভুল করি। পোষ্ট করে ফেলার পরও অনেকসময় এডিট করি। আর মুখের কথা বাদই দিলাম নির্ভুল ব্যকরণে কথা বলা শুধু কয়েকদিন ধরে পূর্বে লিখিত কবিতাই বলা সম্ভম।
আপনি কি জানেন আল-কোরান লিখিত আকারে আসে নি। এমনকি মুহাম্মাদ সা: লিখতে পড়তেও পারতেন না। সাহাবীদের সামনে কোরানের আয়াত বলার পরে তা আর এডিট করার কোন সুযোগ নাই। রবি বার বলার পরে তা আর সোমবার করার কোন সুযোগ নাই। কোন গ্রামাটিক্যল কারেকশনের কোন সুযোগ নাই।
একবারও ভেবেদেখেছেন কোন মানুষের পক্ষে যা বলছে তাই সুন্দর ব্যাকরণগতভাবে শ্রেষ্ঠ সাহিত্য কিভাবে হতে পারে? আমরা বিশ্বাস করি একমাত্র আল্লহর কথা বলেই তা নির্ভুল। আল্লাহ ভাল জানেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 97960.61
ETH 2766.44
SBD 3.14