আত্মপোলব্ধি

দাড়িতো ভাই কয়েকদিন না কাটলেই বড় হয়!
নোংরা বাঙালী স্বভাবগুলো তাড়ানো এত সহজ নয়।
কথা না রাখা, মিথ্যা বলা, আলসেমী,
কাজে ফাঁকি, চলনে বাকি,
জসীমের মত চাকা ঘুরে বড়লোক হওয়ার স্বপ্ন
কবে বুঝবো সবইতো ফাঁকি ।
চেষ্টায় আছি, চেষ্টায় থাকি
তবুও তো আছি!!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 97960.61
ETH 2766.44
SBD 3.14