সফিয়া

আমার পরিচিত কয়েকজন প্রোগ্রামার আছে যাদের সোফিয়া বানানোর যোগ্যতা আছে। :( তাদের বাড়ি ভাড়ার জন্য মাথা নত করতে দেখেছি পেওনিয়ার, ‍স্ক্রীল টাকা আটকাইয়া দিছে তাই।
দেশি দালালেরা কাজের টাকা দিলেও হয়ত এ যাত্রায় বেঁচে যাইত।
আজকাল তারা লোকজনের ফোন ধরেনা। ডিপ্রেশনে ভোগে চিটার বাটপারের সাথে চলতে চলতে ভুলে গেছে কমিটমেন্ট কি জিনিস!

আচ্ছা জাকারবার্গ বাংলাদেশের হলে ফেসবুক কি আমরা পেতাম? হোস্টিং পেমেন্ট করতে না পারায় শুরুতেই প্রজেক্ট বাদ। চুরি চামারি করে হোস্টিং ম্যানেজ করতে পারলেও জঙ্গীবাদের কথপোকথনের সুযোগ করে দিছে তাই হয়ত এতদিনে থাকত জেলে।
জাকারবার্গের শেষ কথা হত “ভিক্ষা চাইনা তোর কুত্তা ঠেকা!”

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.21
JST 0.029
BTC 82456.29
ETH 1873.30
USDT 1.00
SBD 0.75