গুণীজনের বাণী

  ০১। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি হলোঃ  মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়  আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।  -রেদোয়ান মাসুদ  

০২। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।  —সুইফট 

০৩। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয় নি, তা যদি দুই ঠোঁটের মাঝে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছবে না।  -ইমাম গাজ্জালী (রঃ)  

০৪।  ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।  -রেদোয়ান মাসুদ  

সুত্রঃ  Bangla Quotes  

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 81804.52
ETH 1866.26
USDT 1.00
SBD 0.79