সমাজের প্রবর্তন
এমন সমাজ চাই ,
যেখানে থাকবে না ,
তিক্ত কোলাহল কিংবা হাঙ্গামা ।
থাকবে না ধোকাবাজি ,
থাকবে না কোন চালবাজি ,
থাকবে না অস্থিরতা নির্লিপ্ততা ।
থাকবে না অহংকারের চাদরে ,
মোড়ানো অসভ্যতা নিম্নগামিতা ।
রবে পরের ব্যাথায় ব্যাথিত মন ,
কারো ক্ষতির চিন্তায় ব্যস্ত নয় কোনোজন ।
ক্ষুধা তৃষ্ণা নিবারনে থাকবে তৎপর ,
অসুস্থ হলে পাশে থাকবে অতঃপর ,
হাতে হাত কাঁধে কাধ মিলে একতার বন্ধন ।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 2 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!