দেহে ওমিক্রন ভাইরাস, কর্নাটকে আচমকাই 'নিখোঁজ' একাধিক দক্ষিণ আফ্রিকার নাগরিক

in #banglanews3 years ago

নভেম্বরের ১২ থেকে ২২ তারিখের মধ্যে বেঙ্গালুরু এসেছিলেন ১০ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। কিন্তু ওমিক্রন আবহে তাদের তল্লাশি চালাতেই দেখা গেল তারা 'নিখোঁজ'। আপাতত কোনও সন্ধান পাওয়া যায়নি ওই আগতদের৷ যা নিয়ে উদ্বেগ বাড়ছে কর্নাটকে। নভেম্বরেই করোনার নতুন প্রজাতি ওমিক্রনের কথা বিশ্বকে জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কর্নাটকে দু’জনের দেহে করোনার নয়া রূপের হদিশ মিলেছে। আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা। তাঁদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬। ওমিক্রন মিলতেই নড়েচড়ে বসেছে দক্ষিণী এই রাজ্যের প্রশাসন। কন্টাক্ট ট্রেসিং করতেই এই ব্যক্তিদের খোঁজ চালানো হয়েছিল বলে সূত্রের খবর। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে যে ঠিকানা দিয়েছিলেন তারা তা ভুয়ো। এমনকী বন্ধ রয়েছে মোবাইল ফোনও।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 96277.96
ETH 2823.68
SBD 0.68