কিছু মানুষ আছে দেখবেন আপনাকে অকারণে অপমান করবে

#কিছু মানুষ আছে দেখবেন আপনাকে অকারণে অপমান করবে

এসে আপনাকে বাজে কথা বলবে আপনাকে ছোট করে কথা বলবে আপনাকে ছোট করতে চাইবে,আপনার সম্পর্কে কটু মন্তব্য করবে আপনার সামনে এই মানুষগুলোর উদ্দেশ্য কি জানেন,

এই মানুষগুলোর উদ্দেশ্য হল আপনাকে কষ্ট দেওয়া,তাদের সাথে কথাগুলো শুনে যাতে আপনি কষ্ট পান নিজেকে ছোট মনে করেন নিজেকে ভুল মনে করেন,এবং আপনি নিজেকে ভুল মনে করে বেশি বেশি অভার থিংকিং করতে থাকেন,এক কথায় তারা মূলত আপনাকে কষ্ট দিতে চাই বলেই এ ধরনের আচরণ করেন।

আর তাদের সেসব কথা যদি আপনি কষ্ট পান অনেক বেশি চিন্তা করেন মানসিক প্রেসারে চলে যান তাহলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হলো,তাই কেউ যদি এসে আপনার সাথে খারাপ ব্যবহার করে কটু কথা বলে,তাহলে আপনি তাদের ইগনোর করুন তাদের কথার উত্তর না দিয়ে সেখান থেকে মুচকি নিচে এসে পড়ুন এটাই তাদের জন্য সবথেকে বড় জবাব হবে কারণ তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারিনি,আপনাকে কষ্ট দিতে পারিনি

Sort:  

ঠিক কথা একদম

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82794.68
ETH 1568.82
USDT 1.00
SBD 0.79