৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!

কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই ২০ আগোষ্ট রাতে রাতে ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত! যার ফলে ঘুমন্ত নোয়াখালী-ফেনীবাসী কিছু বুঝে উঠার আগেই ঘরবাড়ি তলিয়ে যায়। সৃষ্টি হয় এক অজানা আতঙ্ক।

f5.jpg

ফেনী, নোয়াখালী,কুমিল্লা সহ ও লক্ষ্মীপুরের মানুষদের অবস্থা ভয়াবহ, পানির স্রোত ও অনেক ঘরবাড়ী ভেঙ্গেগেছে বা তলিয়ে গেছে। ফেনী আর কুমিল্লা মিলিয়ে তিন লাখ পয়ত্রিশ হাজারের মত হিন্দু ভাইদের বসবাস। বন্যার পানিতে আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত হবেনা?

456453056_4365893730303749_5007961167840439476_n.jpg

ভারতের পানি এসে এখন হিন্দুদের বাড়ি-ঘর, মন্দিরসহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্লাবিত করেছে, এতদিন যারা নিজেদের সংখ্যা লঘু বলে বলে আন্দোলন করেছেন তারা কোথায় এখোন, এখন ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেন না কেনো?? ভারত কি তাহলে হিন্দুদের বাড়ির আগুন নেভানোর জন্য পানি ছেড়ে দিয়েছেন কি???

f2.jpg

এখন শাহবাগে আসুন, বলুন আমরা ডুবে যাচ্ছি!!
গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে।

f6.jpg

সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল।

F1.jpg

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.039
BTC 104817.57
ETH 3405.73
SBD 5.31