সবার বাংলাদেশ

in #bangladesh7 years ago (edited)

একজন পদার্থবিজ্ঞানীর কাছ থেকে একটা গল্প শুনেছিলাম.
তিনি এক কনফারেন্সে এক নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বরেণ্যের বক্তৃতা শুনতে গেয়েছিলেন.
সেই বিজ্ঞানী এক মেশিন বসিয়ে কিছু একটা লিখলেন.কিন্তু আমার বন্ধু তা কিছু বুজলেননা.
তিনি তার বন্ধুদের তা জানতে চাইলেন সে বলল তিনি লিখলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম.
তিনি মুসলমান তাই তাই তার ভাষণের আগে এই কথাটি লেখেন.
একসময় জ্ঞানে বিজ্ঞানে মুসলমানরা অনেক অবদান রেখেছে এখন আর সেই অবস্থা নেই .
আমি যখন বিশবিদ্যালয় ছাত্র তখন তার একটা লেকচার সিরিজ পড়ার সৌভাগ্য হয়েছিল.
লেখকের সেই ভাষণে তিনি ইসলাম নিয়ে তিনি কিছু কথা বলেন.
ইসলামের সাথে তিনি পদার্থবিজ্ঞানের যোগসূত্র তুলে ধরেন.
কোন অশিক্ষিত বা অমার্জিত মানুষ ধর্ম সম্পর্কে কথা বলেন তা খুব স্থূল প্রকৃতির.
রাস্তা বন্ধ করে যখন মাঝে মাঝে মাইক দিয়ে ওয়াজ করা হয় তখন অনেক সময় ধর্মের সেই দিক পরিচয় পাওয়া যায়.
সেখানে ধর্মের বেহেশতের হুর পরীর ভয় দেখানো হয় কিংবা দোযখের আগুনে পুড়িয়ে মারার ভয় দেখানোর মাঝে সীমাব্দ করে ফেলা হয়.
কিন্তু প্রফেসরের মত কিংবা তার মত বড় কোন বিজ্ঞানী ধর্ম নিয়ে কথা বলেন তা এক নতুন মাত্রায় বা নতুনভাবে অনুভব করে ও
প্রকৃতির মাঝে শান্তি কিংবা সৌন্দর্য খুঁজে পাওয়াকিন্তু প্রফেসরের মত কিংবা তার মত বড় কোন বিজ্ঞানী ধর্ম নিয়ে কথা বলেন তা এক নতুন মাত্রায় বা নতুনভাবে অনুভব করে ও প্রকৃতির মাঝে শান্তি কিংবা সৌন্দর্য খুঁজে পাওয়াজাতীয় বিষয়গুলোতে বিশেষ ভাবে জোর দেন.
আমাদের ব্যক্তিগত ধারণা ,ইসলাম ধর্মটিকে পৃথিবীর জ্ঞানী এবং
গুনীজনদের কাছে তুলে ধরার ব্যাপারে প্রফেসর সালামের এক বড় ভূমিকা আছে

Sort:  

nice.......v....v

Is lam is that religion that respect everything in the universe.In the holy book "Al Quran" Allah didn't limit anything just forbade us to go near things that causes sin.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.039
BTC 94514.02
ETH 3372.67
USDT 1.00
SBD 3.30