অনেকেই tiktoker দের luxurious life দেখে হতাশ হয়ে শিক্ষা কে ছোট করেন

in #bangladesh2 days ago

অনেকেই tiktoker দের luxurious life দেখে হতাশ হয়ে শিক্ষা কে ছোট করেন।

° তাদের মতে এত লেখাপড়া করে কি লাভ যদি লেখাপড়া না জানা একজন টিকটকার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে,লক্ষ টাকার গাড়ি বাড়ি কিনে কিংবা অনেক luxurious বাড়ি করে এখানেই আমাদের ভুলটা হয়।

° আমরা শিক্ষাকে শুধুমাত্র টাকা উপার্জনের একটি রাস্তা হিসেবে বিবেচনা করি যদি স্বীকার উদ্দেশ্যে আপনি একটু খুঁজতে যান তাহলে দেখবেন শিক্ষার উদ্দেশ্য কিন্তু টাকা উপার্জন করা নয় শিক্ষার উদ্দেশ্য হলো আপনাকে একজন পরিবর্তিত মানুষ হিসাবে তৈরি করা আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসা।

° তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় এমন ভাবে তৈরি যে ছোটবেলা থেকেই আমরা শিক্ষাকে শুধু টাকা উপার্জনের মাধ্যম হিসেবে দেখি এক প্রকার ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে বাবা-মা শিক্ষক থেকে শুরু করে সবাই আমাদের এই বলে বড় করেন যে লেখাপড়া করে যে গাড়িগোড়া চড়ে সে,আসলে শিক্ষার উদ্দেশ্যে আমরা তখনই ভুল শিখেছি

° আমার মনে করি,ভালো শিক্ষা অর্জন করলে ভালো একটি লাইফ পাবো কোন অর্থে লাগজারি অর্থে ভালো কোন জব করব এবং সেই টাকা দিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো আসলে শিক্ষার উদ্দেশ্যে কখনো তার ছিল না, শিক্ষার উদ্দেশ্য ছিল আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তাই শিক্ষাকে কখনো টাকা ইনকামের মাধ্যম হিসেবে চিন্তা করে অন্যের টাকা দেখে হতাশ হবেন না,শিক্ষকের সবসময় মানুষ করার মাধ্যম হিসেবে বিবেচনা করুন পিক অর্জন করার পরও যদি আপনার ব্যবহার মানসিকতা ভালো না হয় সেটা আপনি ব্যর্থতা

° অতএব শিক্ষা অর্জন করার পর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে না পারা কখনোই আপনার ব্যর্থতা নয় আপনার শিক্ষা আপনাকে ব্যবহার শেখাবে মানুষের সাথে কেমন আচরণ করতে হয় এটা শেখাবে আপনার শিক্ষা আপনাকে সম্মান এনে দেবে ভালো মানুষ মানুষের পরিচয় এনে দিবে,ভালো মনুষ্যত্ব তৈরি করবে কোনটা ভুল কোনটা ঠিক যাচাই করার ক্ষমতা থাকবে কিন্তু শুধুমাত্র টাকা আপনাকে সম্মান এনে দিতে পারবে না মানুষ হয়তো সামনাসামনি সম্মান করার নাটক করবে কিন্তু মন থেকে যে সম্মান সেটা আপনার শিক্ষা আপনার ব্যবহারই এনে দিতে পারবে

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85315.05
ETH 2104.68
USDT 1.00
SBD 0.63