ভালোবাসা বলতে কি বোঝায়?

in #bangladesh15 days ago

ভালোবাসা বলতে কী বোঝায়?

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,আমার বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
মা-বাবার প্রতি ভালোবাসা এক রকম, ভাই বোনের প্রতি ভালোবাসা এক রকম, স্বামীর প্রতি ভালোবাসা আর একরকম,মা বাবা ভাই বোনের ভালবাসা কখনো তুলনা হয়না এদের ভালোবাসা মধুর।

আর স্বামীর প্রতি ভালোবাসা আত্মার ভালোবাসা যত্নের সঙ্গে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে কোন রক্ত সম্পর্ক নয় কিন্তু বিয়ে করে তাদের মধ্যে একটা আত্মার সম্পর্ক ভালোবাসা সৃষ্টি হয়।
স্বামী স্ত্রীর ভালোবাসা সম্মানের ভালোবাসা দুজন দুজনকে সম্মান করবে দুজন দুজনের কথা মেনে চলবে,দুজন দুজনকে বুঝবে তাদের সঞ্জয়ের জীবনের ভালো-মন্দ খারাপ ভালো দিক সবই হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে থাকবে এইগুলা বাইরের মানুষের জানবে না,তাহলে এটাকে ভালোবাসা হিসেবে ধরা যায়,

আর একদিনকে মা-বাবা আমাদের জন্ম দিয়েছে ছোট থেকে ভালোবাসা আদর দিয়ে মানুষ করেছে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব ভালোবাসা কর্তব্য আছে,আর ভাই বোন আমাদের আদরের স্নেহে তাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে
আর মা বাবা আমাদের দুনিয়াতে না আনলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না মা-বাবা আমাদের জীবনের সবথেকে বড় ভূমিকা পালন করে,
আমাদের জীবনে এক একজনের ভালোবাসার প্রতি এক এক রকম মায়া মমতা টান কাজ করে,এসব দেখে ভালোবাসা কি একসঙ্গে ভালো করে ব্যালেন্স করতে পারলে আপনি জীবনে সুখে থাকবেন, একজনের জায়গা আরেকজনকে টানলে আপনার অপার পাশে মানুষটাও কষ্ট পাবে,এজন্য তাদের সবাইকে একসাথে এক এক রকম ভালোবাসার মধ্য দিয়ে ব্যালেন্স করতে পারলে জানলে জীবন সার্থক।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77278.69
ETH 1482.03
USDT 1.00
SBD 0.66