কখনো লাভ মেরেজ করে বিয়ে করবেন না।
কখন লাভ ম্যারেজ করে বিয়ে করবেন না, লাভ ম্যারেজ করে বিয়ে করলে কি হয়?
আমি শুনেছি লাভ মেরেজ করে বিয়ে করলে যখন আপনার শ্বশুর বাড়িতে কোন সমস্যা হবে,তখন আপনি আপনার মা-বাবার কাছে কিছু বলতে পারবেন না মনে হবে আমি তো নিজেই বিয়ে করেছি এখন কি করার আমার বাবা-মা শুনলে কষ্ট পাবে এমন কিছু ভাববেন,
আর এ্যারেজ ম্যারেজ এর বিয়ে হলে এখনি আপনার কোন শ্বশুরবাড়িতে প্রবলেম হবে তখন আপনি এটা আপনার বাবা-মার সাথে ডিসকাস করতে পারবেন, তাদের সাথে বলে মনে শান্তি ও পাবেন আর যা করার তারাই বুঝবে আপনার মাথায় কোন টেনশন আনা লাগবে না,
আর এদিকে লাভ মেরেজ করে বিয়ে করলে আপনার শ্বশুর বাড়িতে কিছু হইলে আপনি টেনশনে ভুগবেন মা-বাবাকে বলতেও পারবেন না এজন্য কখনোই লাভ মেরেজ করবেন না আমার মতে অ্যারেঞ্জ ম্যারেজ করবেন কারণ লাভ ম্যারেজ আপনি অনেক অশান্তিতে ভুগবেন, আপনারহাসবেন্ড ও কিছু বলতে পারবে না ভাববে আমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছি লাভ ম্যারেজ করলে অনেক অশান্তি শ্বশুরবাড়িতে কোন ঝামেলা করে হাসবেন্ড বলবে যে আমি তো নিজেই বিয়ে করেছি এখন যদি আমার বউয়ের কিছু হয় তাহলে আমার মা-বাবা বুঝবে না বলবি তুই নিজেই বিয়ে করছিস,তখনই আপনার হাজবেন্ড ওয়াইফ অনেক অশান্তিতে ভুগবেন আর অশান্তি করার জিনিস লাইফে আনাই ঠিক না দিন বেঁচে থাকবেন শান্তিতে জীবন কাটাবেন।