৯৯ টি সমস্যার সমাধান একটি দোয়ায়
৯৯ টি সমস্যার সমাধান একটি দোয়ায়
ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ
“লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহ”
অর্থ, আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতা নেই।
এ দোয়াটি হল, ৯৯টি রোগের চিকিৎসা। যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা ও পেরেশানী। (মিশকাত শরীফ খ. ২, পৃ. ২৩, হাদীস নং ২৩২০)
রসূলুল্লাহ সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটিকে জান্নাতের রত্নভান্ডার বলে আখ্যায়িত করেছেন। (বুখারী শরীফ, হাদীস নং ৬৪০৯)
যখন বান্দা এ দোয়াটি পড়ে তখন আল্লাহ তা‘আলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা অনুগত হয়েছে এবং বিদ্রোহ ছেড়ে দিয়েছে। (মিশকাত শরীফ, হাদীস নং ২৩২২)
হযরত আবূ হুরায়রা (রা.) বলেছেন, রসূলুল্লাহ সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি আমাকে বেশি বেশি পড়তে বলেছেন। কেননা এটা জান্নাতের রত্নভান্ডার। প্রসিদ্ধ তাবেয়ী হযরত মাকহূল রহ. বলেছেন, যে ব্যক্তি
” ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻟَﺎ ﻣَﻨْﺠَﺎَ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺍِﻟَّﺎ ﺍِﻟَﻴْﻪِ ”
“লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লহি ইল্লা ইলাইহি”
পড়বে আল্লাহ তা‘আলা তার থেকে সত্তর প্রকারের কষ্ট দূর করবেন। যার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা। (তিরমিযী শরীফ, হাদীস নং ৩৬০১)
সুবহানআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সকল সমস্যার সমাধান মহান আল্লাহপাক একটি ছোট্ট দোয়ার ভিতর দিলেন, তাও আবার জান্নাতের রত্নভান্ডারসহ! আলহামদুলিল্লাহ।