প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র বনাম ইউনিভার্সিটির ছাত্র

in #bangladesh7 years ago

জ্ঞানীরা যথার্থই বলেছেন, “যদি কোন জাতির ধ্বংস করতে চাও তাহলে সে জাতির গ্রন্থাগার গুলোকে ধ্বংসকরো। ফলে সে জাতির শিক্ষা লাভ হতে বঞ্চিত হবে এবং মেরুদন্ডহীন মানুষের মত শিক্ষার অভাবে ধ্বংস হয়ে যাবে।”

“প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র” বনাম “ইউনিভার্সিটির ছাত্র”, আমরা কি নিজেদের অজান্তেই জাতীকে বিভক্ত করে ফেলছি !!!

বাংলাদেশে প্রতিনিয়ত একটা বিষয় খুব চোখে পড়ছে, বিভিন্ন পত্র-পত্রিকায়, ফেইসবুকে, ব্লগে বা সব ধরনের কমিউনিটিতেই খুব সচেতনভাবে একটা কাজ সবাই করে থাকেন। সেটা হল পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি এর ছাত্রের মধ্যে বিভাজন তৈরি করা। কোন পাবলিক ইউনিভার্সিটি এর ছাত্র কোন কিছু অর্জন করলে বড় বড় করে তাঁর ইউনিভার্সিটি এর নাম বলা হয়…যেমন “অমুক” ইউনিভার্সিটি এর “কৃতী ছাত্র” এই কাজ করেছেন, কিন্তু ছাত্রটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি এর ছাত্র হলেই বলা হয়- “একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র”! কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কি নাম নাই নাকি? নাকি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কেই আপনারা একই মানের মনে করেন, যাহাই বাহান্ন তাহাই পঁয়ষট্টি?? এই মন্তব্য করার আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশের সর্বোচ্চ তালিকার প্রতিষ্ঠানে খুব বিচক্ষণতার সাথে কাজ করছে ও দেশ পেরিয়ে গুগুলের মত প্রতিষ্ঠানেও তাদের ভূমিকা প্রসংশনীয়।

http://24helpline.com/private-university/

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.041
BTC 97216.32
ETH 3411.71
USDT 1.00
SBD 2.97