বিপ্লব

in #bangladesh7 years ago

বিপ্লব || অনিক

তো কি হয়েছে,
জ্বলে যাক,জ্বলে যাক হৃদয়।
ইউরেশিয়া থেকে আফ্রিকা।
তো কি হয়েছে,
নিভে যাক,নিভে যাক দ্বীপ,
আসুক না নতুন সভ্যতা।
বিটোভেনের সুরে না হোক
অন্য কোন সুরে
হোক না লেখা অন্য গান
এই নষ্ট সময়জুড়ে।
যদি আমার জায়গা না হয়
তোমাদের নগরে
নাহয় আমি হারিয়েই যাবো
থাকবো না এই তাসের ঘরে।
তোমার জন্য লিখবো না আর
তুমিতো আর আমার নও
শব্দের কাছে ঋণী যখন
বলবো না আর পাশে রও।
এই পৃথিবী বদলে যাবে
বদলাবেই সে আরেকবার
কেননা, চারিদিকে আজ এত আলো
তবুও যে অনেক অন্ধকার ।

বিপ্লব

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.035
BTC 98043.02
ETH 2743.14
SBD 3.23