বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অবাধ দূর্নীতি

in #bangladesh6 years ago

image

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি: -
দেশ থেকে রাজনীতিই তুলে দেন,
__ সাংবাদিক মাহমুদা ডলি
মাননীয় শেখ হাসিনা ,আপনি আমার এই চিটির গুরুত্ব দিবেন কিনা জানি না। আপনাকে আমি যে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা করি তাতে কোন সন্দেহ নাই । বিশ্বাস করুন আর নাই করুন। আপনি সম্প্রতি পবিত্র মাটিতে পা দিয়ে ওমরাহ করে আসলেন।আপনি তাহাজ্জুদ নামায পড়েন তাও জানি।আপনি তসবিহ-তাফসির পড়েন তাও জানি । অনেকেই বলেন , আপনি শেখ হাসিনা নাকি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ। এ জন্য আপনার প্রতি আমার শ্রদ্ধাটা আরো বেড়ে গিয়েছিল। সে যাই হোক ; ভেবেছিলাম আপনি ওমরাহ করে মনটারে আরো পবিত্র করেছেন।এবার যাই হোক দেশের কথা ভাববেন। জনগনের কথা ভাববেন। কিন্তু গতকাল আপনার সংবাদ সম্মেলনে দেশের মানুষের প্রতি এতোটাই অহংকার দেখিয়েছেন দেখে মনে হলো যে ''আপনার বিবেক ভারতীয়দের ধুতির নিচে চলে গেছে । ''খুব বিনয়ের সঙ্গে এই গালিটা দিতে হলো। আপনি সামনে থাকলে হয়তো আরো বাজেভাবে বলতাম। এ জন্য সরি।

কথা হচ্ছে এ দেশের যারা আপনার চরম দালালি করছেন তারা যেমন আপনার প্রজা, তেমনি আমরা যারা সমালোচনা করছি ; আমরাও আপনার প্রজা। আমরা সমালোচনা করি এই জন্য যে ; হয়তো আপনি আমাদের বুঝতে চাইবেন। বোঝার চেষ্টা করবেন। কিন্তু আপনি নিজের স্বার্থ আর একান্ত নিজের লোকজন ছাড়া কিছুই ভাবছেন না।

কিছু কিছু স্বার্থপর নারী-পুরুষদের মতো যারা নিজেদের জন্য যৌথ পরিবার ভেঙ্গে দেয়। আপনিও ঠিক তেমন স্বার্থপর। মাসুদা ভাট্টি আপনার হয়ে কথা বলছে বলে আপনি গতকাল সংবাদ সম্মেলনে সরাসরি ব্যারিস্টার মইনুলকে গ্রেফতারের হুকুম দিলেন। আরো মামলা করার হুকুম দিলেন।রাজনৈতিক মদদদে ঐক্যফ্রন্টকে ভাঙতে আপনি তাকে গ্রেফতারের হুকুম দিয়েছেন। মাসুদা ভাট্ট্রির প্রতি আমার অবশ্যই সহমর্মিতা রয়েছে। কিন্তু মাসুদা ভাট্ট্রিকে দেয়া গালিটিকে আপনি রাজনৈতিক প্রতিহিংসায় রুপ দিলেন। কিন্তু কই আপনার দলের বখাটে মানিক যখন ধর্ষণের সেঞ্চুরী করে মিষ্টি বিতরন করে তখন তো আপনার কাছে থেকে কোন উদ্বেগের খবর পেলাম না, আপনার দলের ছেলে বখাটে তুফান যখন ধর্ষণ করে মা-মেয়েকে ন্যাড়া করে দিলো তখন তো আপনি কোন কথা বললেন না ? যখন বাসে বাস শ্রমিকদের হাতে এ দেশের নারী যাত্রীরা ধর্ষনের শিকার হয়ে চলন্ত বাস থেকে প্রাণ বাচাঁতে ঝাপ দেয় তখন তো আপনাকে কোন ব্যবস্থা নিতে দেখলাম না।
দু:খ আর লজ্জা হয় যে আপনিই নাকি নারীর প্রতি অবদান রাখার জন্য বিদেশ থেকে সম্মানসূচক ডিগ্রি নিয়েছেন। অথচ আপনার দেশে রোজ গড়ে ২০টা ধর্ষনের শিকার হয় !!

এরপর রইলো সড়ক দূর্ঘটনা : আপনি তো বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করেন। আর অ্যাডভাইজারদের কথা মতো পথচারীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন !! আপনি তো মাদার অফ হিউম্যানিটি পদবী পেলেন এই বিশ্ব চরাচর থেকে । কিন্তু কখনো খলিফা হারুন-অর রশিদের মতো একা একা বের হয়ে দেখেছেন যে বাসের ড্রাইভার চাইলেই ইচ্ছামতো যে কাউরে চাপা দিয়ে চলে যাচ্ছে ।রিকশায় নারীদের দেখলে ইচ্ছা করেই একটা ধাক্কা দিয়ে দিচ্ছে !!
দেখেননি?
আপনার নাকি টাকার লোভ নাই অথচ আপনি দল চালাতে শ্রমিক নেতা, পরিবহন নেতাদের ওপর ভরসা করছেন বলে আপনি কোনভাবেই তাদের দোষ গ্রহণ করছেন না।

লাশের রাজনীতিতে আসেন: গতকাল রোববার নারায়ানগঞ্জে ৪টি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিকরা যখন তাদের পরিচয় খুজে পেলো জানতে পারলেন যে তাদের মধ্যে তিনজনকে আগেই বাসা থেকে সাদা পোষাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিযেছিল! যশোর -সাতক্ষীরা ,মাগুড়া, চট্ট্রগাম , নোয়াখালি, লক্ষীপুর,কক্সবাজারসহ যে সব এলাকা বিরোধীদল অধ্যুষিত সেসব এলাকায় তথাকথিত ক্রসফায়ারের নামে বিরানভুমি করে ছেড়ে দিয়েছে আপনার গোপালগঞ্জের লাঠিয়াল বাহিনী!! আপনার পালিত প্রশাসন আপনার এতোটাই ভক্ত যে ,সাধারন মানুষকে গুম করে আটকে রাখে তারপর যখন আপনি কোন ইস্যু নিয়ে বিপদে পড়েন তখনই আপনার র্যাব পুলিশ একটা করে জঙ্গি দমনের নামে ইস্যু তৈরী করে। আপনি নিজে এখন বলছেন যারা বিরোধী দলের তারা জঙ্গি !!
নিজের প্রয়োজনে আর কত কথিত জঙ্গি উপাখ্যান চালাবেন ?
নিজের প্রয়োজনে আর কত বিরোধী দলের ছেলেদের মাদক ব্যবসায়ী বলে ক্রসফায়ারে দিয়ে হত্যা করবেন ?
আর কত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ চালাবেন। প্রতিদিন দেখা যায় , রাস্তা-ঘাটে গুলিবিদ্ধ লাশ ! যা আপনার এলাকার লাঠিয়াল বাহিনীরা করছেন। আপনি কি স্বাধীন দেশটারে সিরিয়া বানিয়ে দেবেন নাকি ?? বাশার আল আসাদের মতো চরম স্বৈরাচার হতে চান দেশের নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে ?
আপনি এতো ধার্মিক অথচ ইসলামের এই কথাটা জেনেও আপনি কেন মানছেন না যে এতো লাশের ওপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না ? সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না।দুঃখিত আপনি এতো ডিগ্রি পেয়েছেন , এতো শিক্ষিত মানুষ আপনি! আপনারে আমি জ্ঞান দিচ্ছিনা। বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে - যারা আপনাকে ব্যবহার করে অপরাধ করে যাচ্ছেন তারা কিন্তু ঠিকই এসব দায়-দায়িত্ব নেবে না। যেমন সিনহা বাবু নিজের স্বার্থের জন্য অনেক কাজ করেছেন ,কিন্তু বিদেশে গিয়ে আপনার দোষ দিচ্ছেন!এভাবেই হবে।
আজ যারা আপনাকে ক্ষমতায় রাখতে বিরোধী দলের নেতা-কমীদের পাখির মতো গুলি করে কখনো কথিত জঙ্গি কখনো মাদক ব্যবসায়ী বলে ক্রসফায়ারের নামে ব্রাশফায়ার করে মারছেন ,তাদের সেই অপরাধের ভাগিদার কিন্তু আপনি । আপনিই তো দেখিয়েছে কিভাবে ৪০ বছর পরেও বিচার করা যায়।এ দেশের মানুষ শিখেছে আপনার কাছে থেকেই। যেদিন এসব বিচারবর্হিভূত হত্যার বিচার শুরু হবে। সেদিন কিন্তু প্রত্যেকটা মামলায় আপনি হকুমের আসামী হয়ে যেতে পারেন। আপনি দয়া করে অতি উৎসাহী পুলিশ সদস্যদের এসব হত্যাযজ্ঞ বন্ধ করতে বলেন।
আপনি যে গনতন্ত্রের কথা বলেছেন ,যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেখানে কোথায় কোন ধারা-উপধারায় লেখা আছে যে বিএনপি-বিরোধী দল কোন রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না। যে মিছিল –মিটিং করবে তাকেই গ্রেফতার করবেন? তাকেই গুম করবেন? তার চেয়ে আপনি সরাসরি বলে দেন বাংলাদেশে কোন রাজনৈদিক দল থাকতে পারবে না।

সংগৃহীত

Sort:  

Congratulations @antormittro! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.039
BTC 93799.19
ETH 3355.00
USDT 1.00
SBD 3.28