বাংলাদেশের শীতের সকাল

in #banglablog2 years ago

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এ ঋতু দুমাস পর পর বদল হয়। ছয় ঋতু ক্রমান্বয়ে ঘুরতে থাকে প্রকৃতির বুকে। ঘুরতে ঘুরতে একসময় শীত আসে বাংলাদেশের সবুজ ছায়াঘন সুনির্মল প্রকৃতিতে।
A_foggy_winter_morning.jpg
হেমন্তের শেষদিকে ফসল ভরা সবুজ, হলুদ মাঠ যে সময়ে রিক্ত হয়ে ওঠে, সেই সময়ে ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকে শীত আসে এ দেশের মাঠেঘাটে, অলিতে-গলিতে।

winter_life_in_villages_of_bangladesh_04.jpg

শীতের সকালে কুয়াশা ঘন রাস্তায় হাটার এক অন্যরকম মজা । যা শুধু বাংলাদেশিরা জানে।
আর সাথে গরম গরম ভাপা পিঠা খাওয়া এক নির্মল আনন্দ।

2.JPG
প্রকৃতি এসময় তার দেহবসন খুলে নিজেকে মেলে ধরে খসখসে বিরক্তির মুখে। প্রকৃতিতে সৃজন হয় নতুন এক অধ্যায়ের, নতুন এক সৌন্দর্যের। শীতের সকালের এ সৌন্দর্যে প্রাণিজগৎ বিমোহিত হয়।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 77005.43
ETH 1480.26
USDT 1.00
SBD 0.64