হঠাৎ যদি হারিয়ে যায়

in #bangla7 years ago

হঠাৎ যদি হারিয়ে যায়
কোন স্বপ্ন ভাঙ্গা নক্ষত্রের বুকে!
নষ্ট রংধনুর অস্পষ্ট রেখায়
পথ হারানো বুনো হাঁসের ডানায়!
ঢেউতোলা হেয়ালি নদীর ভাঙ্গনে
রাখবে কি মনে
রাখবে কি কিছু জায়গা
সুবিশাল হৃদয় জমিনে?
যদি ভেসে যায় জীবন সমুদ্রের লোনাজলে
যদি ঝরে পড়ি রাতের কান্না শিশির হয়ে!
ভাঙ্গা ঝিনুকের রক্তাক্ত সৈকতে
ভূমিকম্পের ধ্বংস স্তুপে যদি চাপা পড়ি
রাখবে কি মনে
থাকবে কি কিছু জায়গা
তোমার ঐ হৃদয় কোনে?
যদি উড়ে যায় দেহ হিরোশিমার চেয়েও
অধিক শক্তিধর বোমাঘাতে
যদি ডুবে যায় টাইটানিকের মতো কুলহীন জল পাতালে!
যদি আচড়ে পড়ি মহাশূন্য হতে
লন্ডভন্ড দেহ বিমানের যদি এক তীল চিহ্ন থাকে,
সেখানেই খুঁজে পাবে তোমার অস্তিত্ব!
আমি আমাকে করবো বিলীন
তবু তোমাকে রাখবো অমলিন!!!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.039
BTC 97065.06
ETH 3729.08
USDT 1.00
SBD 3.94