আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || রিনু কবিতার আসর 1

in #banglalast year

আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || রিনু কবিতার আসর 1

কবিতা লেখা কী করে গুগলে পোস্ট করা হয়
প্রথম কথা হচ্ছে গুগলে কোনোকিছু পোস্ট করা যায় না। গুগলের কাজ হচ্ছে, সার্চ করা। কোন ওয়েব সাইটে কি আছে, কোন ব্লগে কি আছে, কোন আইডিতে কি আছে তা গুগল ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী তার সামনে হাজির করাই হচ্ছে গুগলের কাজ।

আপনি যদি কোনো ব্লগে বা ওয়েব সাইটে কবিতা লেখেন, এবং সেটা প্রকাশ হওয়ার পর পর যে নামে আপনার লেখাটি বা কবিতাটি প্রকাশ করা হয়েছে সেই নামে সার্চ করেন গুগলে তাহলে গুগল সেটা আপনার সামনে হাজির করে দিবে এবং আপনি সহজেই আপনার লেখাটি গুগল থেকে পেতে পারবেন।

আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়মিত কবিতা লিখুন, পড়ুন, চর্চা করুন। বই মেলা চলছে। অন্তত্য দশটা কবিতার বই কিনবেন। এটা আমার দাবি। আর যদি চান আমাকে উপহারও দিতে পারেন। মাইন্ড করবো না।

নিয়মিত কবিতা লিখুন, পড়ুন, চর্চা করুন visit Link..https://shorturl.at/HPY49

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 89292.82
ETH 2436.28
USDT 1.00
SBD 0.68