তোমার জন্য

in #bangla7 years ago

"বেঁচে থাকা অবস্থায় তাও SORRY বলার একটা অপশন হাতে থাকে, ক্ষমা চাওয়ার একটা সুযোগ থাকে ... মরে গেলে ঐ সুযোগও নাই !!
তোমার দেয়া শেষ স্ট্যাটাসটা তুমি চাইলেও EDIT করতে পারবা না ... তোমার করা শেষ বাজে ব্যবহারটার জন্য তুমি কখনোই SORRY ও বলতে পারবা না ... যার মেসেজটা UNREAD করে রেখে দিছো, "পরে রিপ্লাই দিবোনি" বলে, তার মেসেজটা কখনোই আর SEEN হবে না !!
"কালকে থেকে নামাজ পড়বোনি" , "কালকে থেকে ঐ কাজটা করবোনি" - এইসব প্রতিশ্রুতিগুলা কখনোই পূরণ হবে না !!
বিনা নোটিশে মরণ চলে আসে ... একদমই বিনা নোটিশে ... তুমি কখনোই জানবা না, বুঝবা না আগে থেকে ... যখন টের পাবা, তখন দেরি হয়ে যাবে !!
তোমার জীবনে "কালকে" সত্যি সত্যিই আসবে কিনা, এটা তুমি জানো না ... হুট করে তুমি পৃথিবী থেকে নাই হয়ে যাইতে পারো ... সব আগের মত থাকবে ... বিশ্বাস করো, তোমার জন্য পৃথিবী থেমে থাকবে না !!
ঐ ঘড়িটা টিক টিক করে চলতে থাকবে, ফেইসবুকের অ্যাক্টিভিটিগুলো আগের মত চলবে, রাস্তায় মানুষগুলা হাঁটতে থাকবে একই গতিতে, টিভির অনুষ্ঠানগুলা আগের সময়মতই চলবে ... শুধু এগুলা দেখার জন্য তুমি থাকবা না !!
যে কাজটা করা যায়, যে কথাটা বলা যায় - "এখনি" করে ফেলো ... "এই মূহুর্তেই" বলে ফেলো ... জীবনের সবকিছু ভয়াবহ অনিশ্চিত ... জীবনের সবকিছু NOW or NEVER এর মত !!
DO IT NOW ... SAY IT NOW ... সুযোগ থাকতেই কাজে লাগাও ... আর যাই হোক, পৃথিবী থেকে আফসোস নিয়ে চলে যেও না ... প্লিজ !!
তোমার শেষ নিঃশ্বাসটা যেন একটা দীর্ঘশ্বাস না হয়ে যায় !!"

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 97652.22
ETH 3383.77
USDT 1.00
SBD 3.08