আমরা যারা কনটেন্ট বানাই !!

in #bangla7 years ago

আমরা যারা কনটেন্ট বানাই, যেমন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা, লেখক, কবি , অভিনেতা/অভিনেত্রি, চিত্রশিল্পী ...আর যতরকম পদ আছে, সবাই কর্পোরেট কোম্পানির কাছে একরকম জিম্মি ! এই কোম্পানি গুলো আমাদের শিল্পকর্ম স্বল্প মুল্লে সম্পূর্ণ কপিরাইট কিনে নেয় এবং অধিক মুল্লে স্পন্সরদের কাছে বিক্রি করে দেয়। এই প্রক্রিয়ায় শিল্পীরা বেচে থাকে দিনমজুর হিসেবে আর কোম্পানির মালিকরা গড়ে তোলে টাকার পাহাড়। এই অবস্থা শুধু আমাদের দেশেই নয় বরং পৃথিবী জুড়েই । এমনকি আমরা ফেসবুকে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই সেই সময়কে কিন্তু ফেসবুক ঠিকই রেভেনিউতে পরিনত করে ! বিনিময়ে আমরা কি পাচ্ছি ??

এই সমস্যা সমাধানের জন্যই এখন পৃথিবীতে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি ব্যাবহার করে অনেক নতুন সামাজিক মাধ্যম ও কনটেন্ট সম্প্রচার ব্যাবস্থা গড়ে উঠেছে যেখানে কনটেন্ট মেকারের কাছে সকল নিয়ন্ত্রণ থাকবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন শিল্পী তার শিল্প পৃথিবীর সবার কাছে পৌঁছে দিতে পারে এবং তার বিনিময়ে অর্থও সংগ্রহ করতে পারে ভোক্তার কাছ থেকে। এই সামাজিক মাধ্যম গুলোতে প্রতিটি " লাইক বা ভোট " এর অর্থ মূল্য আছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু একজন শিল্পী তার কপিরাইট সম্পূর্ণ নিজের কাছেই রাখতে পারবে এবং অর্থ উপার্জনের জন্য এজেন্সির প্রয়োজন হবে না । এরকম অনেক প্ল্যাটফর্ম এখন বের হচ্ছে, তার মধ্যে একটি হোল " স্টিম-ইট " । আমি এই বিষয় নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছি। তাই আমার মতে যেই প্ল্যাটফর্ম গুলো এখন চালু আছে ও নতুন যেগুলোর সম্ভাবনা আছে সেগুলোর লিঙ্ক নিচে শেয়ার করলাম । আমরা সবাই মিলে যদি এই প্ল্যাটফর্ম গুলোতে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারি তাহলে আমরা যারা শিল্পকর্মের সাথে জড়িত তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথ উন্মচন হতে পারে !!

Social network -

  1. https://steemit.com/
  2. https://www.minds.com/
  3. https://socialx.network/
  4. https://akasha.world/

Film & Music Distribution platform -

  1. https://www.veredictum.io/
  2. https://decent.ch/
  3. https://secure.livetree.com
  4. http://myceliaformusic.org/
  5. https://voise.com/

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104435.36
ETH 3867.94
SBD 3.31