আজ মনটা ভালো নেই।
মনে পড়ছে সেই পুরানো দিন গুলির কথা।
আমি, ভাইয়া আর আপু তখন আমরা তিনজন ই পিচ্চি ছিলাম।
আর বাকিরা তখনও পৃথিবীতে আসেনি আমাদের খালতো ভাই বোনদের মধ্যে।
আমার তিন জন অনেক খেলা করতাম।
আমার নানার বাগান ছিল, সেখানে শুধু জবা ফুলের গাছ ছিল।
জবা দিয়ে পুরো ঘরটা সাজানোই ছিল আমাদের কাজ।
ও বলতে ভুলে গেছি, বাগান থেকে একটু দূরে একটা বূকুল ফুল গাছ ছিল।
সকাল সকাল তিন ভাই বোন মিলে এগুলি কুড়িয়ে নিতাম।
তারপর আপু বুকুলের মালা বানাত।
অনেক মনে পড়ে হারানো দিনগুলো।
To get upvote from @wafrica, the post needs at least 300 characters! Please describe your work in detail ;-)