বূখারী, হাদিস নং ১২ ঃ মানুষকে খানা খাওয়ানো
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ২/ ঈমান (বিশ্বাস) (كتاب الإيمان)
হাদিস নম্বরঃ ১২
২/৬. খাদ্য খাওয়ানো ইসলামের অন্তর্ভুক্ত।
১২. ‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ ১১, ইসলামিক ফাউন্ডেশনঃ ১১)
হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=21876
Posted using Partiko Android
Thank you so much for being an awesome Partiko user! You have received a 0.56% upvote from us for your 65 Partiko Points! Together, let's change the world!