ভালোবাসার খুনসুটি - Sweet Love Story 😏
মেয়ে :----তুমি সিগারেট খাও?😒
ছেলে :----হুম,
মেয়ে :----কালকে থেকে আর খাবে না..
ছেলে :----কেন?
মেয়ে :----আমি বলেছি তাই……
ছেলে :----কে আপনি?
মেয়ে :----জানিনা…… আচ্ছা তুমি রাত জাগো?
ছেলে :----প্রতিটি রাতই!
মেয়ে :----আজকে রাত থেকে সুন্দর করে ঘুমাবে,
ছেলে :----বললেই হলো?😏
মেয়ে ----হু,, আচ্ছা তুমি সব সময়ই এত অগোছালো থাকো কেন? চুল-দাড়ি কাটো না কেন?
ছেলে :----গোছানোর কিছুই নেই, অগোছালোই ভালো লাগে………
মেয়ে :----কেন?
ছেলে ;----যে মানুষটা গুছিয়ে দেবে বলেছিলো? সে আজ অন্য কাউকে গুছাতে ব্যস্ত তাই……
মেয়ে :----আচ্ছা, তুমি এত শুকিয়ে গেছ কেন? খাওয়া-দাওয়া ঠিক মত করো না বুঝি?
ছেলে :----হুম, করি না……
মেয়ে :----কেন?
ছেলে :----খোঁজ রাখার মানুষ নেই, তাই……
মেয়ে :----সারাদিন কি পথে পথেই ঘুরে বেড়াও?
ছেলে : ----হুম।
মেয়ে :----কেন?
ছেলে :----যাকে নিয়ে ঘর বাধতে চেয়েছিলাম? সে আজ পর, তাই আমিও যাযাবর………
মেয়ে :----তুমি সবসময়ই এত Sad থাকো কেন?😕
ছেলে :----কারণ দুঃখ-কষ্টই আমার আপন।মেয়ে :----কাউকে ভালবাসতে?
ছেলে :----হুম, জীবন দিয়ে ভালবাসতাম।
মেয়ে :----এখনো?
ছেলে : ----না
মেয়ে :----সে যদি ফিরে আসতে চাই?😇
ছেলে :----পথ নেই, তাছাড়া এ মনেও তার জন্য এখন আর কোনো জায়গা নেই।😢
মেয়ে :----আচ্ছা তুমি স্বপ্ন দেখনা?
ছেলে :----দেখতাম একসময়, এখন দেখি না।মেয়ে :----কেন?
ছেলে :----কারণ, স্বপ্নগুলো সব ফাঁকি দিয়ে কষ্ট দিয়ে গেছে,তাই।
মেয়ে :----আচ্ছা তুমি এভাবে নিজেকে তীলে তীলে মূত্যুর দিকে ঠেলে দিচ্ছ কেন?
ছেলে :----বেচে থাকার ইচ্ছা নেই।
মেয়ে :----নতুন করে জীবন শুরু করতে পারনা? স্বপ্ন দেখতে পার না?
ছেলে :----নাহ।
মেয়ে :----কেন?
ছেলে :----তার সাথে ওয়াদা করেছিলাম জীবনে মরনে দুজনা এক সাথে থাকব, বাঁচলে এক সাথে বাচব, মরলেও এক সাথে মরব,☺
মেয়ে :----সে তো ওয়াদা ভঙ্গ করে বিয়ে করেছে অন্য এক জনকে।
ছেলে :----কিন্তু আমি তা করতে পারব না।😞
,
মেয়েটি কাঁদছে আর ছেলে টি আকাশ পানে চেয়ে কি যেন খুঁজছে আর হাসছে।
হইত সে শেষ বিকেলের ডুবন্ত রক্তিম সূর্যের মাঝে সেই মানুষটির হাসি মাখা মুখ খুজে বেরাচ্ছে।
কিন্তু মানুষটি পাশেই বসা! এই মেয়ে টি কেই ছেলেটি একদিন তার জীবনের থেকেও বেশী ভালবাসতো।
কিন্তুু মেয়েটি এক দিন ছেলে টিকে একা করে দিয়ে অন্য কারো হয়ে যায়, সেই থেকে ছেলেটি পাগল।😑
,,
পৃথিবীতে সব ভালবাসা পূর্নতা পায় না, কিছু কিছু ভালবাসা এ ভাবেই অপুর্ন থেকে যায়।😢
Hey there i think you newbie on steemit, Please Don't just copy/paste content here . You can join our Steemit bangladesh community : https://discord.gg/Z3P6bbt for any kind of help and guidness .