চিনিচম্পা কলা

in #banana10 months ago

কলা বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। এর মধ্যে মালভোগ কলা, চিনিচম্পা কলা, আটিয়া কলা ও সাগর কলা অন্যতম। আমরা বাজারে গেলে প্রায় বেশিরভাগ সময় কলা দেখতে পাই। মালভোগ কলা'য় অনেক ভিটামিন রয়েছে। অন্যান্য কলা'য় তেমন ভিটামিন নেই। তবে অন্যান্য কলাও বাজারে ভালো চলে। এর মধ্যে চিনিচম্পা রয়েছে। আমি মালভোগ কলা ও সাগর কলা খেতে ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91