সাপোর্ট এবং রেসিস্টান্স বলতে কি বোঝায়?
সাপোর্ট এবং রেসিস্টান্স বলতে কি বোঝায়?
টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে সাপোর্ট এবং রেসিস্টান্স ধারনাটি শেয়ার মার্কেটে ট্রেডিং সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। যখন কোনো কোম্পানির শেয়ারের মূল্য উপড়ের দিকে উঠতে থাকে এবং তারপরে নিচের দিকে নামে তখন তার সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত এর আগে উঠেছিল সেই পয়েন্ট বা লেভেলকে বলা হয় রেসিস্টান্স। অন্যদিকে, অতীতের যে সর্বনিম্ন পয়েন্ট বা লেভেল থেকে প্রাইস উঠেছিল তাকে বলা হয় সাপোর্ট।.