ব্যাড নিউজের নতুন গানে ভিকি-তৃপ্তির মাখামাখি দেখে মাথা ঘুরছে নেটপাড়ার!

in #bad9 months ago (edited)

OhzeCOzw_1720527750513_1720527757339.jpg
মুক্তি পেল ব্যাড নিউজ ছবির নতুন গান জনম। আর সেটা দেখেই মাথা ঘুরছে নেটপাড়ার। কিন্তু কী এমন দেখানো হল সেখানে?
ব্যাড নিউজ ছবির নতুন গান জনম মুক্তি পেল। এই গানটি সম্পূর্ণ ভাবে তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের উপর চিত্রিত হয়েছে। গোটা গান জুড়ে ভরপুর ঘনিষ্টতা দেখানো হয়েছে। অ্যানিম্যাল ছবির পর এখানে আবারও বোল্ড অবতারে দেখা দিলেন তৃপ্তি। ভিকির সঙ্গে গানটিতে জমিয়ে রোম্যান্স করতে দেখা গেল অভিনেত্রীকে। যদিও গানটি অনেকেরই তেমন পছন্দ হয়নি।
জনম গানটি প্রসঙ্গে
জনম গানটি শুরু হচ্ছে ভিকি এবং তৃপ্তিকে দেখিয়ে। তাঁরা দুজন একটি আলিশান ভিলায় ছুটি কাটাতে এসেছেন বলে দেখানো হয়। তারপর কখনও সিঁড়িতে, কখনও বিছানায়, কখনও আবার পুলে তাঁদের ঘনিষ্ট হতে দেখা যায়। ব্যাড যায় না খাবার টেবিলও। বিভিন্ন ধরনের বিকিনিতে গোটা গানের উষ্ণতার মাত্রা যেন আরও বাড়িয়ে তুলেছিলেন তৃপ্তি। এই গানটি কম্পোজ করেছেন বিশাল মিশ্র। তিনিই এই গানটি লিখেছেন এবং গেয়েছেন। রেমো ডিসুজা কোরিওগ্রাফি করেছেন এই গানের।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভীষণ ক্রিঞ্জ গানটি।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কী এমন প্রয়োজন পড়ল ভিকি এবং তৃপ্তির যে ওরা এমন একটা ছবি করতে রাজি হল? জঘন্য একেবারে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এত ক্লাসি হওয়া সত্বেও কেন এমন ধরনের ছবি বারবার বাছছেন তৃপ্তি? খুব বাজে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যেমন গানটা জঘন্য, তেমনই ওদের ঘনিষ্টতা।'
ব্যাড নিউজ প্রসঙ্গে
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.030
BTC 84247.84
ETH 1591.04
USDT 1.00
SBD 0.80