ফুলকপির ডাটা চচ্চড়ি | How to Cook Cauliflower Stem | Fulcopir Data
Ingredients
200 gm Cauliflower stem
1 pc Brinjal
1 pc Raw banana
1 pc Potato
1/2 cup Pumpkin
1 tbsp Chopped onion
1 tsp Chopped garlic
1 tsp Cumin
2 pcs Red chili
4/5 pcs Green chili
1 pc Bay leaf
1 tsp Turmeric powder
2 tbsp Oil
To taste Salt
4/5 pcs Bori
Directions:
1Cut cauliflower into thin slices. Boil into hot water for 2 minutes and drain. Cut all the other vegetables into small pieces. Wash and drain well. Now boil them all together with some water, salt, turmeric powder and green chilies till everything cooks well and water is dried.
2Now take a sauce pan and heat some oil in it. Add onion, garlic, dried red chilies, bay leaves and cumin. Stir till everything turns into golden brown color.
3Now add crushed borries and stir for 1 to 2 minutes. Then add boiled vegetables and mix everything well for a while and it’s ready to serve warm with plain rice. You can add some small shrimps for more taste and flavor.
উপকরণ
২০০ গ্রাম ফুলকপির ডাটা
১ টি বেগুন
১/২ কাপ কুমড়ো
১ টি কাচা কলা
১ টি আলু
১ চা চামচ হলুদ গুড়া
২ টি শুকনো মরিচ
৪/৫ টি কাচা মরিচ ফালি
১ টেবিল চামচ পেয়াজ কুচি
১ চা চামচ রসুন কুচি
১ চা চামচ জিরা
৪/৫ টি কুমড়ো বড়ি
১ টি তেজ পাতা
২ টেবিল চামচ তেল
পরিমানমত লবন
প্রস্তুত-প্রনালী:
১ফুলকপির ডাটা পাতলা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ২ মিনিট ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। অন্য সব সবজি ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার অল্প পানি, লবণ, হলুদ ও কাচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিন পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত।
২কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে একটু ভাজুন। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে ডালের বড়ি ভেঙ্গে গুড়ো করে দিয়ে দিন।
৩ভালমত ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা বেগুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। স্বাদ বাড়াতে এর মধ্যে কিছু ছোট কুচি চিংড়ি মাছ দিতে পারেন।