The cat lover has left her

in #artzone7 years ago

#Cat-Story

The cottage lover has left her alone with another son, so her heart is so bad, ...

This picture is an old house picture in our village, ..., it is very difficult to take pictures of my brother ... Everyone will know how the picture is ...

english
Hear a cat story

A man lived close to a woodland; But in his home there was a surge of rats - the nourishment was eaten on the dim of the night, the kut kutta made the garments buds, the rice was taken away! Notwithstanding when you rest on the bed while riding on the nose - don't have the foggiest idea about that somebody will cut his nose and take away the rats! Substantially more harm started to cause rats. At the point when the man was not ready to escape from the rats; After reasoning of a ton, the man began to bring a feline's tyke from a remote town. The felines grew up step by step and turned into a feline in a day-sitting in the dimness of the night, started to beat the rats. Seeing the house is so cheerful!

At the point when the rats were executed one by one - then the care of the feline decreased to the feline, as previously, and did not enable the feline to eat. The cabin stole the proprietor's nourishment and filled his stomach in the stomach. One day the proprietor understood that he was driving the feline; The feline flew into a profound woodland to rush to the pursuit.

'

A little tiger was strolling along somewhat later, seeing the feline meandering, Tiger asked, What is the feline sir? Your previous age was in the covetousness important to go from town to backwoods! Every one of us say wild; But every one of you are called pets! Presently you have the woodland once more!

The feline stated, there is no mesai, city and peace! Everybody gets overlooked when the advantage closes, not simply overlooks, needs to escape the woods once more! Autonomous urban communities change new hues each day; But there is no nature and flexibility like this backwoods!

Sooner or later, different creatures in the backwoods assembled to tune in to the feline's despondency.

Tiger said to the feline, "How about we figure, work, don't stress." If you leave from the backwoods in the voracity of intrigue, you are as yet a feline since you go to the city! Individuals are pursuing far from you the intrigue! In any case, see us-we fear man - we eat man's pursuit, as opposed to hustling individuals!

Different creatures in the woods were giggling at this satisfaction.

At that point the feline cried and asked, Mister, I need to remain in the woods, give me a place in the timberland!

Tiger said in a tweet, 'No, no, no sir! You have built up a cultivated creature, fake shading touches your eyes, you won't remain here any longer - and perhaps you will never say 'futile'! Your manager is never again permitted to fill in as childish! You are likewise attempting to recuperate the interests of the intrigue! You go than you, don't trouble us at the 'stature' you learn!

What's more, truly, tell your lord - in the event that he didn't make a house in the woodland; But the rats did not control him! Try not to see! There is no rats in our Sundarbans! They can not get by with tidal water tide! The man has demolished the timberland as much as he has manufactured, so much rats found in his home, the rats have been such a great amount in his home!

The feline stated, however the proprietor is completing some help to you, making the entire backwoods in the house by illuminating the high house around evening time, you know the way in the corner of the night, you can chase!

Tigers ended up furious and stated, your proprietor has planted enormous blue structures; Wood, the importance of the dirt, what he will get it! We considered the ground easily around evening time; But the light of your lord's tallest building comes in our eyes - I don't rest soundly! Try not to see! Awakening in the night, wild creatures are altogether dead! Tell your lord, his progressed fake light does not give us a chance to remain in peace! We need to get the delicate light of the tree leaves in the daytime; Would jump at the chance to get dim in the night. We don't prefer to set aside a few minutes! We have been in emergency in the day to enhance your proprietor, we will be pulverized! To boycott your lord, we don't need joy; We would prefer not to live in our place of living and presence! In the event that your boss does not hear you out - then say that the wild creatures will assault your proprietor's home one day!

Your proprietor possesses the house and adheres to the creatures or spots the creatures! Say, wild creatures demolish her! Since they might be wild in nature, the wild name is their top pick. They would prefer not to be named!

The feline stated, the proprietor yet great, gives every one of the creatures to eat!

The tiger got furious and left the hunk, you're an idiotic face! Proprietor is so great however for what came in the backwoods! There is no place in your woods! You're within the sight of our reality! In like manner, every one of the creatures pursued the felines and hauled them out of the storage compartment of the timberland.

বিড়ালের প্রেমিকা তাকে একা রেখে অন্য ছেলের সাথে চলে গেছে,,তাই তার খুব মন খারাপ,,,.....

এই ছবিটা আমাদের গ্রামের একটা পুরানো বাড়ির পিকচার,,,,অনেক কষ্টে আমার ভাই ছবিটা তুলেছে.....সবাই জানাবেন ছবিটা কেমন হয়ছে...

#বাংলা
একটা বিড়ালের গল্প শুনেন

এক বনের পাশে এক লোক বাস করতো; কিন্তু তার বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত দেখা দিল- খাবার গুলো রাতের আঁধারে খেয়ে যায়,কুট কুট করে পোশাক গুলো কুচিকুচি করে ফেলে যায়,ধান গুলো চালায় নিয়ে যায়! এমন কি রাতে বিছানায় ঘুমোতে গেলেও নাকের ডগায় চড়ে বসে- না জানি কোন দিন লোকটির নাক কেটে চালায় নিয়ে যাবে ইঁদুরের পাল! আরো অনেক ক্ষতি করতে লাগলো ইঁদুরের পাল। ফাঁদ পেতে,চালা বন্ধ করেও যখন লোকটা ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেলো না; তখন অনেক ভেবে ভেবে লোকটি দূরের এক গ্রাম থেকে একটি বিড়ালের বাচ্চা এনে পুষতে শুরু করলো। বিড়ালের বাচ্চাটি দিনে দিনে বড় হয়ে একদিন বিড়ালে পরিণত হলো- রাতের আঁধারে ওঁৎ পেতে বসে বসে ইঁদুর ধরে ধরে মারতে লাগলো। এসব দেখে বাড়ি ওয়ালা তো বেজায় খুশি!
যখন ইঁদুর গুলো একে একে সব মারা হয়ে গেল- তখন বিড়ালের প্রতি লোকটার যত্ন কমে গেল,আগের মতো করে আর বিড়ালটিকে খেতে দিত না। পেটের জ্বালায় বিড়ালটি নিজেই মালিকের খাবার চুরি করে খেয়ে পেট ভরতে লাগলো। একদিন মালিক সেটা বুঝতে পেরে বিড়ালকে তাড়িয়ে নিয়ে গেলো; তাড়া খেয়ে ছুটতে ছুটতে বিড়ালটি গভীর জঙ্গলে এসে হাঁপ ছাড়লো।
'
একটু পরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক মস্ত বাঘ, বিড়ালকে হাঁপাতে দেখে বাঘ জিজ্ঞেস করলো,কী হে বিড়াল মশাই? তোমার পূর্ব প্রজন্ম তো স্বার্থের লোভে বন থেকে শহরে গিয়ে ছিল! আমাদেরকে সবাই বন্য বলে; কিন্তু তোমাদেরকে তো সবাই পোষ্য বলে! এখন তোমাদের আবার বনে কী!
বিড়াল বললো, আজ্ঞে মশাই, শহরে আর শান্তি নেই! উপকার শেষ হলেই সবাই ভুলে যায়,শুধু ভুলে যায়না;তাড়িয়ে আবার বনে বের করে দিতে চায়! স্বাধীন শহর গুলো প্রত্যেকদিন নতুন নতুন রঙে সাজে- রূপের বদল ঘটে; কিন্তু এই বনের মতো প্রকৃতি আর স্বাধীনতা সেখানে নেই!
একটু পরে একে একে বনের অন্য প্রাণিরাও বিড়ালের দুঃখের কথা শুনতে সেখানে জড়ো হলো।
বাঘ এবার বিড়ালকে বললো, কথায় বলে "ভাবিয়া করিও কাজ; না ভাবিয়া করিও না।" তোমরা স্বার্থের লোভে বন ছেড়ে শহরে চলে গেলে বলে তোমরা বিড়াল আজো 'বিড়াল'ই থেকে গেলে! মানুষ স্বার্থ শেষে তোমাদেরকে তাড়িয়ে বেড়ায়! অথচ আমাদেরকে দেখ- আমাদেরকে মানুষে ভয় পায়- আমরা মানুষর তাড়া খাইনা;বরং মানুষকে তাড়িয়ে বেড়াই!
এই কথা শুনে বনের অন্য প্রাণিরা খুশিতে হো হো করে হেসে উঠলো।
তখন বিড়াল কাঁচুমাচু করে অনুরোধ জানালো, আজ্ঞে মশাই, আমি বনে থাকতে চাই, বনে আমাকেএকটু জায়গা দিবেন!
বাঘ টিটকারির স্বরে বললো,আরে না না মশাই! আপনি উন্নত সভ্য প্রাণি,কৃত্রিম রঙের ছোঁয়া আপনার চোখে লেগেছে,এখানে আপনার আর মন টিকবে না- আবার হয়তো আমাদেরকে কোনদিন 'অসভ্য' বলে চলে যাবেন! আপনার মালিক যেমন স্বার্থপর বলে কাজ শেষে আপনাকে আর প্রশ্রয় দেয়নি! আপনিও স্বার্থের লোভে একূল ওকূল করছেন! তার চেয়ে আপনি চলে যান,আপনার শিখে আসা 'উচ্চতায়' আমাদেরকে আর বিরক্ত করবেন না!
আর হ্যাঁ, আপনার মালিককে বলে দেবেন- তিনি যদি বন কেটে বাড়ি না বানাতেন; তবে ইঁদুরের উৎপাত তাকে কাবু করতো না! দেখেন না! আমাদের সুন্দরবনে কোন ইঁদুরের উৎপাত নেই! লোনা পানির জোয়ারে তারা টিকতে পারেনা! মানুষ বন ধ্বংস করে যতো ভিটে বানিয়েছে,তার বাড়িতে ততোই ইঁদুর জায়গা পেয়েছে, ইঁদুরের উৎপাত তার বাড়িতে ততোই হয়েছে!
বিড়াল বললো, কিন্তু মালিক কিন্তু আপনাদের একটা উপকার করছেন,রাতে উঁচু বাড়িতে উন্নত আলো জ্বালিয়ে সারা বনকে শহরা করে দিচ্ছেন,আপনারা রাতের আঁধারে পথ চিনছেন,শিকার করতে পারছেন!
বাঘ এবার রেগে গিয়ে বললো, আপনার মালিক গাছ মেরে বড় বড় নীরস দালান তুলেছে; কাঠ,মাটির মর্ম সে কী বুঝবে! আমরা মাটিতে শুয়ে আরামে রাতে ঘুমাই; কিন্তু আপনার মালিকের মস্ত উঁচু দালানের আলো আমাদের চোখে এসে পড়ে- ঠিক মতো ঘুমোতে দেয়না! দেখছেন না! রাত জেগে জেগে বন্য প্রাণিরা সব মরতে বসেছে! আপনার মালিককে বলবেন,উনার উন্নত কৃত্রিম আলো আমাদেরকে শান্তিতে থাকতে দেয়না! আমরা দিনের বেলায় গাছের পাতার ফাঁক দিয়ে চুয়ে পড়া নরম আলো পেতে চাই; রাতের বেলা আঁধার পেতে চাই। অসময় কে সময় করতে আমরা অপছন্দ করি! দিনে দিনে আপনার মালিকের উন্নতিতে আমরা জায়গা সংকটে পড়েছি,আমরা ধ্বংস হয়ে যাচ্ছি! আপনার মালিককে নিষেধ করে দেবেন, আমরা সুখ চাইনা;শান্তি চাই। আমরা আমাদের বাস স্থান আর অস্তিত্ব বিলিন করতে চাইনা! যদি আপনার মালিক কথা না শোনে- তবে বলে দেবেন, বন্য প্রাণিরা সকলে মিলে একদিন আপনার মালিকের বাড়ি হামলা করবে!
আপনার মালিক বাড়িতে পাকা করে ঘিরে চিড়িয়া খানায় নাকি পশুদের জায়গা দেয়! বলবেন, বন্য প্রাণিরা তার নিকুচি করে! তারা প্রকৃতিতে বন্য হয়ে থাকতে পারে বলেই বন্য নামটা তাদের প্রিয়। তারা পোষ্য নাম চায়না!
বিড়াল বললো, মালিক কিন্তু ভালো, সব প্রাণিকেই খেতে দেয়!
বাঘ রেগে গিয়ে হুংকার ছাড়লো, তুই একটা দো মুখো! মালিক এতো ভালো তবে বনে এসেছিলি কিসের জন্য! তোর আর এই বনে যায়গা নেই! তুই আমাদের অস্তিত্ব বিলিন হওয়ার পক্ষে! এই বলে সব প্রাণিরা মিলে বিড়ালকে তাড়া করে একেবারে বনের ত্রিসীমানা থেকে বের করে দিল।

কেমন হলো মতামত চাই


please follow me @tanisha786

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 88220.52
ETH 2170.83
SBD 0.64