কবিতা নং-৪৫ “যাদু”

in #art6 years ago

1998-05-12-Lipi,Beli-PIC_3701.jpg

“যাদু”

  • হামিদুল হক তরুন
    কবিতা নং-৪৫। খাতা নং- (০২/১৩) লাইন- ৩১
    লেখার তারিখঃ- ০৯/০৫/১৯৯৬। সময়: বিকেল- ৪.৪৫-৫.২২। বৃহস্পতিবার
    স্থান:- ইব্রাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাসের ৮ নং রুমে বিছানায়।
    2005-Image2266.jpg

যাদু, কেমন আছো দাদু?
দোয়া করি সারাক্ষণ থেকো ভালো
কভু চোখে জল না ফেলো।

মারুফ, রুলি এদের খবর কি?
কারণে-অকারণে বাধে নাতো ঠুকাঠুকি?

একটি কথা বেশি মনে রেখো
পিতা-মাতার অবাধ্য হইও নাকো।
1995-Image2112.jpg

তোমাদের সবাই কে ছেড়ে
আমি এখন অনেক দুরে
একাকী রয়েছি পড়ে।

হাসছো কেনো ভাই?
হাসার কথা নয়
এসব কথা বলছি বেদনায়।

ঠিক আছে হাসতে চাও হাসো
আরো দু’য়েক জনকে ডাকো
খাটের তলে ঢোকো
কাঠে মাথা ঠোকো
হাসি কারে বলে দেখো।

আবার রাগ করলে নাকি ?
একটু তাকাও তো দেখি ?
কেমন হয়েছে চোখ দু’টি।

তোমাকে ভিষন ভালো লাগে
যখন তুমি থাকো রাগে।

তাই বলে যখন তখন
রাগ করো না কেমন ?

আজ আর সময় নায়
এখন তবে দাও বিদায়।

যদি কিছু ভুল হয়ে যায়
ক্ষমা করে দিও ভাই।
2009-05-28_3455.jpg

আমায় যদি মনে পড়ে কভু
চিঠি লিখো লক্ষী সোনা “যাদু”।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104385.12
ETH 3305.40
SBD 6.02